নয়াদিল্লি: অ্যাথলেটিক্সের মঞ্চে ফের ভারতের জয়জয়কার। অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতল ভারত। শনিবার ১০ কিলোমিটার রেস ওয়াকে রুপো জিতলেন ভারতের অমিত ক্ষত্রি। 


১০ কিলোমিটার রেস ওয়াকে সোনা জয়ের সুযোগও ছিল অমিতের সামনে। শেষ দুটি ল্যাপের আগে পর্যন্ত সকলের আগেই ছিলেন অমিত। কিন্তু শেষ দুটি ল্যাপে তাঁকে পেরিয়ে যান কিনিয়ার হেরিংস্টোন ওয়ানওনি। ওয়ানওনি হয়তো এগিয়ে যেতে পারতেন না, যদি না সেই সময় জলপানের বিরতি নিতেন অমিত। যে সিদ্ধান্ত নিয়ে অনেকেরই আক্ষেপ রয়েছে। শেষ পর্যন্ত ৪২ মিনিট ১৭.৯৪ সেকেন্ডে রেস শেষ করে রুপো জেতেন অমিত। ৪২ মিনিট ১০.৮৪ সেকেন্ডে হাঁটা শেষ করে সোনা জিতে নেন হেরিংস্টোন। ৪২ মিনিট ২৬.১১ সেকেন্ড হাঁটা শেষ করে ব্রোঞ্জ জিতেছেন স্পেনের পল ম্যাকগ্রাথ। সোনা ও ব্রোঞ্জজয়ী নিজেদের কেরিয়ারের সেরা সময় করেছেন।


অমিতের অবশ্য এটা সেরা সময় নয়। কিনিয়ার নাইরোবিতে যে সময় রেস শেষ করেছেন অমিত, অতীতে তার থেকেও কম সময় করেছিলেন। চলতি বছরের জানুয়ারিতেই জুনিয়র ফেডারেশন কাপে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন। প্রায় দেড় মিনিট কম সময় করে পরমদীপ মোরের রেকর্ড ভেঙে দিয়েছিলেন অমিত। ৪০ মিনিট ৪০.৯৭ সেকেন্ড সময় ১০ কিলোমিটার হাঁটা সম্পূর্ণ করেছিলেন।


চলতি অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ভারতের জন্য বেশ ভালোই যাচ্ছে। ইতিমধ্যে নাইরোবিতে ব্রোঞ্জ জিতেছে ভারতের ৪X৪০০ মিটার মিক্সড রিলে দল। ৩:২০:৬ সময় করেন ভারতীয়রা। যা চলতি মরসুমে ভারতের সেরা পারফরম্যান্স। সেই দলের অন্যতম সদস্য প্রিয়া মোহন মহিলা ৪০০ মিটারের ফাইনালে উঠেছেন। বুধবার তৃতীয় হিটে তৃতীয় স্থানে শেষ করেন তিনি। তাঁর সময় লেগেছিল ৫৩.৭৯ সেকেন্ড। সব মিলিয়ে চতুর্থ স্থানে থেকে ফাইনালে উঠেছেন তিনি।


বিশ্ব মঞ্চে সাফল্য পেয়ে উচ্ছ্বসিত ভারতীয় অ্যাথলিট। অমিতের হাত ধরেই অনূর্ধ্ব ২০ বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের মঞ্চে প্রথমবার রূপো পেল ভারত। এই প্রতিযোগিতায় ভারতের ইতিহাসে এটি ষষ্ঠ পদক।