টোকিও: প্যারালিম্পিক্সে শনিবার টেবিল টেনিসে রুপো জয় নিশ্চিত করেছেন ভারতের ভাবিনাবেন পটেল। চিনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছেন তিনি সেমিফাইনালে। এবার তিরন্দাজিতেও এগোলেন ভারতের রাকেশ কুমার। তিরন্দাজির পুরুষদের কম্পাউন্ড ১/১৬ এলিমিনেশন রাউন্ডে জিতে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছোলেন তিনি। 


হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রাকেশ। হংকংয়ের কা চুইন নেগাইয়ের বিরুদ্ধে ১৪৪-১৩১ ব্যবধানে জয় পান রাকেশ। প্রি কোয়ার্টার ফাইনালের এলিমেশন রাউন্ডে তিরন্দাজির পুরুষদের কম্পাউন্ড রাউন্ডে জয় পান রাকেশ। আগামী ৩১ অগাস্ট সকাল ৭.১৫ তে শেষ ষোলাের ম্যাচে খেলতে নামবেন রাকেশ। স্লোভেনিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এই প্যারা অ্যাথলিট। তিরন্দাজিতে ভারতকে পদক এনে দিতে পারেন কিনা রাকেশ, তা দেখার।


এদিকে শনিবার টেবিল টেনিসের ক্লাস ফোর ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনাবেন হাসমুখভাই পটেল। ভারতের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে এই নজির গড়লেন ভাবিনাবেন। চিনের প্রতিদ্বন্দ্বী ঝাং মিয়াওকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনাবেন। সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন তিনি।


ম্যাচের প্রথম গেমে হেরে গিয়েছিলেন ভাবিনাবেন। খেলার ফল ছিল ৭-১১। এরপর দ্বিতীয় ও তৃতীয় গেমে যদিও ১১-৭ ও ১১-৪ ব্যবধানে জয় ছিনিয়ে ছিনিয়ে নেন তিনি। চতুর্থ গেমে যদিও ৯-১১ ব্যবধানে পিছিয়ে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম গেম জিতে ম্য়াচ জিতে নেন ভাবিনাবেন। পঞ্চম গেমের ফল ১১-৮। আগামীকাল ভারতীয় সময় সকাল ৭.১৫ তে সোনা জয়ের লড়াইয়ে খেলতে নামবেন ভাবিনাবেন। ফাইনালেও চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এই প্যাডলার। 


প্যারালিম্পিক্স টেবিল টেনিসে ভারতের ভাবিনাবেন হাসমুখভাই পটেলের জয়যাত্রা চলছে। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার প্রতিপক্ষকে ৩-০ গেমে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে যান তিনি। প্যারালিম্পিক্স টেবিল টেনিসের ক্লাস ফোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে সার্বিয়ার বোরিস্লাভা র‌্যাঙ্কোভিচ পেরিচের মুখোমুখি হয়েছিলেন ভাবিনাবেন। তাঁকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতীয় প্যাডলার। ১১-৫, ১১-৬, ১১-৭ গেমে উড়িয়ে শেষ চারে পৌঁছে গিয়েছেন ভাবিনাবেন।