কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে শেমরন হেটমায়ার-জেসন হোল্ডারদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে সফর শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)। নেই কে এল রাহুলও (KL Rahul)। তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখনও সেরে উঠতে সময় লাগবে। রোহিতের অনুপস্থিতিতে দলের অধিনায়ক করা হয়েছে শিখর ধবনকে। যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রয়েছেন।
করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলতে না পারলেও ইংরেজদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তবে সদ্য করোনামুক্ত রোহিতের ওপর যাতে অতিরিক্ত ধকল না পড়ে, সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা ও মহম্মদ শামিকেও বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে থাকা দীপক হুডাকে ওয়ান ডে-র দলেও রাখা হয়েছে।
ঘোষিত ভারতীয় দল: শিখর ধবন (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঈশাণ কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিংহ।
আরও পড়ুন: প্রথম ২ সেটে হেরেও টানা তিন সেট জিতে উইম্বলডনের সেমিতে জোকার