লন্ডন: উইম্বলডনের সেমিফাইনালে নোভাক জকোভিচ (Novak Djokovic)। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ২০ বছরের তরুণ ইতালির জ্যানিক সিনারের (Jannik Sinner) বিরুদ্ধে পাঁচ সেটের কঠিন লড়াইয়ের পর জয় পেলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তী। প্রথম ২ সেট পরপর হারলেও পরের তিন সেটে জিতে ম্যাচ পকেটে পুরে নেন জোকার। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াই হয় দু জনের মধ্যে। এই নিয়ে উইম্বলডনের মঞ্চে ১১ বার সেমিফাইনালে উঠলেন নোভাক। চলতি বছরে এটাই তাঁর শেষ গ্র্যান্ডস্লাম হতে চলেছে। তাই এই টুর্নামেন্টে আরও একবার চ্যাম্পিয়ন হতে মরিয়া থাকবেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক।আরও পড়ুন: রুট, বেয়ারস্টোর সেঞ্চুরিতে ম্যাচ জিতল ইংল্য়ান্ড, সিরিজ অধরা ভারতের


প্রথম ২ সেটে পরপর হার


এদিন ম্যাচের শুরুতে সবাই অনামি জ্যানিককে হয়ত খরচের খাতায় ফেলে দিয়েছিলেন। কিন্তু ম্যাচের শুরুতেই পরপর ২ সেটে নোভাককে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ২০ বছরের ইতালীয় তরুণ। প্রথম ২ সেটে জকোভিচ হেরে যান ৫-৭, ২-৬ ব্যবধানে। ফোরহ্যান্ড, ব্য়াকহ্যান্ড সবেতেই তরুণ জ্যানিক বিধ্বংসী মেজাজে ছিলেন। বিশেষ করে সার্ভে একেবারে নিঁখুত ছিলেন এই তরুণ। একইসঙ্গে এই দুই সেটে অসংখ্য আনফোর্সড এরর করেন জকোভিচ। যার সুবিধে পেয়ে যান সিনার।


পরের তিন সেটে দুর্দান্ত জয়


এরপরের তিন সেটে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচ জেতেন নোভাক। তৃতীয় সেটে মাত্র ২ বার আনফোর্সড এরর ছিল জোকারের। সেই সেট তিনি ৬-৩ ব্যবধানে জিতে যান। পরের ২ সেটে জোকারের খেলার ফল তাঁর পক্ষেই ৬-২, ৬-২। তবে ম্যাচ জিতলেও হাঁটুর বয়সি প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু বেশ কঠিন লড়াই করতে হল সার্বিয়ান টেনিস তারকাকে। 


এবারের উইম্বলডন জিতলে টানা ৪ বার ঘাসের কোর্টে খেতাব জিতবেন জোকার। উল্লেখ্য, চলতি বছর ফরাসি ওপেনে নাদালের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। সেমিতে জোকার মুখোমুখি হবে ক্যামেরন নরি ও ডেভিড গফিনের মধ্যে যে জিতবেন, তাঁর সঙ্গে।