মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক নির্বাচিত হলেন অজিঙ্ক রাহানে। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা। স্কোয়াডে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ফিরবেন বিরাট। কিন্তু রোহিত শর্মাকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও নেওয়া হয়নি। ঋষভ পন্থকেও দলের বাইরে রাখা হয়েছে। বাংলার ঋদ্ধিমান সাহাই প্রথম উইকেট কিপার হিসেবে খেলবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারত সফরে উড়ে আসছে নিউজিল্যান্ড। আগামী ২৫ নভেম্বর থেকে কানপুরে শুরু ভারত-নিউজিল্য়ান্ড প্রথম টেস্ট। আগেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে বিশ্রাম দেওয়া হতে পারে দলের সিনিয়র ক্রিকেটারদের। সেই মতোই টেস্টের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো সিনিয়র ক্রিকেটারদের। রোহিত ও বুমরাকে গোটা সিরিজে পাওয়া না গেলেও বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে ফের জাতীয় দলে ফিরছেন অধিনায়ক হিসেবে। এছাড়াও ঋষভ পন্থকেও সিরিজে পাওযা যাবে না। সেক্ষেত্রে ২ টেস্টেই ঋদ্ধিমান সাহাকেই দেখতে পাওয়া যাবে উইকেটের পেছনে। এছাড়াও শ্রেয়স আইয়ারকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে।
একনজরে প্রথম টেস্টের ভারতীয় স্কোয়াড: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), কে এল রাহুল, ময়ঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ