কলকাতা: শ্রীলঙ্কা সফরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ছাড়াই যাবে ভারতীয় দল?


না, কোহলি-রোহিত কাউকেই বিশ্রাম দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তা হলে?


ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে, আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে যেতে পারে ভারতীয় দল। শ্রীলঙ্কা বোর্ড সূত্রে খবর, মোটামুটিভাবে একটি সূচিও তৈরি হয়ে গিয়েছে। প্রথমে খেলা হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ১৩, ১৬ ও ১৯ জুলাই হতে পারে ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি হতে পারে ২২, ২৪ ও ২৭ জুলাই। শ্রীলঙ্কার মাটিতে প্রস্তাবিত এই দুই সিরিজ খেলতে যেতে পারে দ্বিতীয় সারির ভারতীয় দল। কারণ, সেই সময় ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে ব্যস্ত থাকবেন বিরাট-রোহিতরা।


১৮ থেকে ২২ জুন সাউদাম্পটনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারতীয় দল। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যা শুরু হবে ৪ অগাস্ট। জুলাই মাসে কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই কোহলিদের। তবু তাঁরা শ্রীলঙ্কায় যেতে পারবেন না সম্ভবত। কারণ, কোয়ারেন্টিনের নিয়ম। ২৭ জুলাই শ্রীলঙ্কার মাটিতে শেষ ম্যাচ খেলে ইংল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচে নেমে পড়তে পারবেন না কোহলিরা। কারণ, ইংল্যান্ডের কঠোর নিভৃতবাসের নিয়ম মানতে হবে তাঁদের। এমনকী, ওয়ান ডে সিরিজও খেলতে পারবেন না তাঁরা। কারণ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ ১৯ জুলাই এবং সেই ম্যাচ খেলে ইংল্য়ান্ডে গিয়ে দু সপ্তাহের কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন না কোহলিরা।


শোনা যাচ্ছে, ৫ জুলাই ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছবে। ২৮ জুলাই শ্রীলঙ্কা থেকে ফেরার কথা ভারতীয় ক্রিকেটারদের। শ্রীলঙ্কায় পৌঁছে এক সপ্তাহ নিভৃতবাসে থাকতে হবে ক্রিকেটারদের। যার দুটি পর্যায় থাকবে। প্রথমে তিনদিন ক্রিকেটারেরা ঘর থেকে বেরতে পারবেন না। কঠোর নিয়ম মেনে চলতে হবে। পরের চারদিন প্র্যাক্টিস করতে পারবেন। তবে নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে পারবেন না।


টেস্ট দলে যাঁরা নেই, সেই শিখর ধবন, পৃথ্বী শ, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবদের সামনে শ্রীলঙ্কা সফরের দরজা খুলে যেতে পারে।