✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

তৃতীয় টেস্টের দলে তিনটি বদল ঘটাতে পারে ভারত

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  17 Aug 2018 01:50 PM (IST)
1

বাঁহাতের বুড়ো আঙুলে চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন বুমরাহ। মহম্মদ শামি ও ইশান্ত শর্মার সঙ্গে দলে তাঁর অন্তর্ভূক্তি ভারতের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে।

2

তবে বুমরাহ যে দলে ফিরছেন, তা একপ্রকার নিশ্চিত। কুলদীপ যাদবের জায়গায় প্রথম একাদশে তাঁকে খেলানো হবে।

3

ঋষভকে খেলানো হবে কিনা, তা নিয়ে স্পষ্টভাবে কিছু বললেন না কোচ রবি শাস্ত্রী। তিনি শুধু বলেছেন, এই প্রশ্নের উত্তর শনিবার টসের সময়ই জানতে পারবেন।

4

ঋদ্ধিমান সাহার জায়গায় দলে এসেছেন কার্তিক। কিন্তু প্রথম দুটি টেস্টে ব্যাট হাতে একেবারেই সফল হতে পারেননি তিনি। এরপর তাঁর বিকল্প হিসেবে সম্ভবত ঋষভকে বেছে নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট।

5

অন্যদিকে, ২০ বছরের উইকেটরক্ষক ঋষভকে স্লিপ কর্ডন নিয়ে ভারতীয় দলের টপ অর্ডারে ব্যাটিং করতে দেখা দেল। নেটে নিয়মিত উইকেটরক্ষক কার্তিককে খুব কমই দেখা গেল।

6

বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে ভারতীয় দলের অনুশীলনের প্রধান চোখে পড়ার মতো বিষয় ছিল কোহলি ও ঋষভ। ভারতীয় দলের অধিনায়র ব্যাট করলেন, স্লিপে দাঁড়িয়ে ক্যাচও ধরলেন। এর থেকেই স্পষ্ট, পিঠের চোটের সমস্যা সম্পূর্ণ কাটিয়ে উঠেছেন কোহলি।

7

ইংল্যান্ড সফরে সঠিক ওপেনিং জুটি খুঁজতে হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ধবন প্রথম একাদশে থাকলে তৃতীয় টেস্টেও আলাদা ওপেনিং জুটিকে দেখা যাবে।

8

কোহলি ইতিমধ্যেই চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন। এর অর্থ, চার নম্বরে তিনিই ব্যাট করবেন। সেক্ষেত্রে ধবনকে জায়গা করে দিয়ে বিজয় বা কে এল রাহুলকে দলের বাইরে রাখা হবে। উল্লেখ্য, প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে সুযোগ পাননি ধবন।

9

মনে করা হচ্ছে, তৃতীয় টেস্টের দলে একগুচ্ছ পরিবর্তন হতে চলেছে। প্রথম একাদশে ফিরতে চলেছেন ধবন,বুমরাহ। সেইসঙ্গে ট্রেন্টব্রিজেই সম্ভবত টেস্ট অভিষেক হচ্ছে ঋষভের।

10

আগামীকাল শনিবার ট্রেন্টব্রিজে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। বৃহস্পতিবার দলের অনুশীলন থেকে প্রথম একাদশে পরিবর্তনের আঁচ পাওয়া গিয়েছে। মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা ও দীনেশ কার্তিকের তুলনায় অনেক বেশি সময় নেটে কাটালেন শিখর ধবন, জসপ্রিত বুমরাহ ও ঋষভ পন্ত।

11

অধিনায়ক হিসেবে কোহলির ট্রাক রেকর্ড ও ইংল্যান্ড সফরে দলের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে চলতি সিরিজের তৃতীয় টেস্টেও যে প্রথম একাদশে বদল ঘটানো হবে, তা বলাই যেতে পারে।

12

দল অপরিবর্তিত রেখে ভারত পর পর দুটি টেস্ট শেষবার খেলেছিল চার বছর আগে ইংল্যান্ডে মহেন্দ্র সিংহ ধোনির জমানায়। এরপর থেকে বিরাট কোহলির নেতৃত্বে ভারত ৩৭ টি টেস্ট খেলেছে। কিন্তু প্রথম একাদশে কোনও বদল না এনে কোনও টেস্ট খেলেনি ভারত। ঘরের মাঠে প্রতিপক্ষকে দুরমুশ করার সময়ও নয়।

  • হোম
  • খেলা
  • তৃতীয় টেস্টের দলে তিনটি বদল ঘটাতে পারে ভারত
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.