লন্ডন : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কোনও কিছুই ঠিকঠাক হল না টিম ইন্ডিয়ার। অধিনায়ক বিরাট কোহলি তাঁর প্রথম আইসিসি টুর্নামেন্টের ফাইনাল থেকে খালি হাতে ফিরলেন। কিন্তু ম্যাচের পর কোহলি যা বললেন, তা মন ছুঁয়ে গিয়েছে পাক সমর্থকদের।
সরফরাজ আহমেদের পাকিস্তান ১৮০ রানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে। গতকাল লন্ডনের ওভালে ব্যাটে ফকর জামানের দাপট আর  পেসার মহম্মদ আমির বিধ্বংসী স্পেলে ভর করে ভারতকে হারিয়েছে পাকিস্তান।
চেজ-মাস্টার বলে খ্যাত কোহলির ব্যাট গতকালের ম্যাচে ঝলসে উঠতে পারেনি। সীমিত ওভারের ক্রিকেটে রান তাড়া করতে নেমে ব্যাটিং দুরন্ত রেকর্ড কোহলির। কিন্তু গতকাল তার পুনরাবৃত্তি হয়নি। কিন্তু ম্যাচের পর বিজয়ী দলের প্রশংসা করতে কসুর করেননি তিনি।
ভারতের অধিনায়ক বলেন, আমি পাকিস্তানকে অভিনন্দন জানাচ্ছি। যেভাবে ওরা টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে তা এক কথায় দুরন্ত। ওদের দলে কী ধরনের প্রতিভা রয়েছে এটা তারই প্রমাণ।
কোহলি বলেছেন, নিজেদের দিনে যে কোনও দলকে হতাশ করতে পারে পাকিস্তান। সেটা ওরা আরও একবার দেখিয়ে দিল। হতাশ হয়েছি। কিন্তু ভালো খেলে ফাইনালে পৌঁছতে পারার জন্য খুশিও রয়েছে।
কোহলির এই খেলোয়াড়োচিত মনোভাব পাক ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে রাজনীতিবিদদেরও প্রশংসা আদায় করে নিয়েছে। তাঁরা বলেছেন, কোহলি উদার মনোভাবের পরিচয় দিয়েছেন। তিনি ক্রিকেটের সেরা দূত।












তবে শুধু সীমান্তের ওপার থেকেই নয়, শ্যেন ওয়ার্ন ও ব্রেন্ডন ম্যাকালামের মতো বিশ্ব ক্রিকেটের প্রাক্তন নক্ষত্ররাও কোহলির প্রশাংসায় পঞ্চমুখ হয়েছেন।
শ্যেন ওয়ার্ন বলেছেন, পাকিস্তানকে অভিনন্দন। সেইসঙ্গে টুর্নামেন্টে অসাধারণ খেলা ও ম্যাচের পর যে কথা বলেছেন তার জন্য কোহলিকে ধন্যবাদ।






ম্যাকালাম বলেছেন, ম্যাচের পর কোহলি যা বলল, তাতে মুগ্ধ।