নয়াদিল্লি: এ বছরের মার্চে করোনা ভাইরাসের জেরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের একটি ম্যাচও খেলতে পারেননি বিরাট কোহলিরা। ১২ মার্চ ধর্মশালায় প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। একটি বলও হয়নি। এরপর আর কোনও ম্যাচ না খেলেই দেশে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় যাবতীয় খেলা। তবে অগাস্টের শেষে ফের মুখোমুখি হতে পারে দু’দল। হতে পারে তিনটি টি-২০ ম্যাচ।
বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা সূত্রে খবর, দুই বোর্ডই ফের সিরিজ শুরু করার বিষয়ে আগ্রহী। আজ ক্রিকেট সাউথ আফ্রিকার কার্যনির্বাহী চিফ এগজিকিউটিভ জ্যাকুয়েস ফল জানিয়েছেন, ‘ভারত আমাদের সঙ্গে চুক্তির প্রতি শ্রদ্ধাশীল। বিসিসিআই-এর সঙ্গে আমাদের আলোচনা খুব ভাল হয়েছে। অগাস্টের শেষে সিরিজ হতে পারে। তবে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে সিরিজ পিছিয়েও যেতে পারে।’
ফল আরও জানিয়েছেন, ‘আমরা খেলা শুরু করার জন্য ক্রীড়ামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। আমরা মাঠে দর্শকদের চাই। তবে সেটা যদি সম্ভব না হয়, তাহলে দর্শকশূন্য মাঠেই খেলা হোক। ভারতীয় দল যদি দক্ষিণ আফ্রিকা সফরে আসে, তাহলে এই ব্যবস্থা করতে হবে। এই সিরিজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এই সিরিজ খেলতে আগ্রহী। ফলে আমরাও উৎসাহিত।’
এ বিষয়ে বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার অনুমতি দিলে তবেই সিরিজ আয়োজন করা যাবে। প্রথমে আমাদের খেলোয়াড়দের নিয়ে গ্রিন জোনে কন্ডিশনিং ক্যাম্প করতে হবে। তারপর সিরিজের প্রশ্ন। পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তাহলে আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলব।’
বিসিসিআই সূত্রে আরও খবর, এ বছরের অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপের জন্য যে সময় নির্ধারিত ছিল, তখন আইপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ক্রিকেট সাউথ আফ্রিকার সমর্থন প্রয়োজন বিসিসিআই-এর। সেই কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে পারে ভারত।
ইচ্ছুক দু’দেশের বোর্ড, অগাস্টের শেষে তিনটি টি-২০ ম্যাচ খেলতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2020 06:31 PM (IST)
বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা সূত্রে খবর, দুই বোর্ডই ফের সিরিজ শুরু করার বিষয়ে আগ্রহী।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -