নয়াদিল্লি: আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় হকি দল ঘোষণা করা হল। দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে রুপিন্দর পালকে (Rupindar Pal)। জাকার্তায় আগামী ২৩ মে থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup) হকি প্রতিযোগিতা। তার জন্যই ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। 


ভারতের সঙ্গে গ্রুপে কে কে আছে?


এশিয়ান গেমসের পুল এ-তে ভারতের সঙ্গে রয়েছে জাপান, পাকিস্তান ও আয়োজক দেশ ইন্দোনেশিয়া। গ্রুপ বি-তে রয়েছে মালয়েশিয়া, ওমান, বাংলাদেশ ও কোরিয়া। অলিম্পিক্সে ব্রোঞ্জ মেডালিস্ট ভারতীয় হকি দলের অধিনায়কের দায়িত্ব বর্তেছে রুপিন্দরের কাঁধে। অন্যদিকে বীরেন্দর লাকরা সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন।


কারণ, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর থেকেই যেন আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়ে গিয়েছে শ্রীজেশ, মনপ্রীতদের। আর আসন্ন এশিয়ান গেমসের জন্য খুব ভালো করেই প্রস্তুতি নিয়েছিল তারা। এশিয়াডে ভারতীয় হকি দলের লক্ষ্য একটাই ছিল সোনাজয়। কিন্তু করোনার কারণে গেমস হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় একেবারে নিরাশ হয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তবে আত্মবিশ্বাস হারাচ্ছে না তারা। গেমস যখনই হোক সোনা জয়ই হবে তাদের প্রধান লক্ষ্য।


ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ছেত্রী


আইপিএল চলছে। আর ক্রিকেটের এই ভরা মরসুমেই এবার ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ফিল্ডিং চর্চা করতে দেখা গেল ছেত্রীকে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় সুনীলকে। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। নিছকই মজা, বা ঘুরতে এসেছেন তেমন কিন্তু নয়। রীতিমতো ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায় ভারতের ফুটবল ক্যাপ্টেনকে। ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বসে গল্প করলেন। এনসিএতে উত্তর-পূর্ব রাজ্যগুলির এবং প্লেট দলগুলির ক্রিকেটাররাও ছিলেন। ভিভিএস লক্ষ্মণের উদ্যোগে তাঁদের উজ্জীবিত করতে সুনীল তাঁর ফুটবল জীবনের নানা অভিজ্ঞতার কথাও ওই ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেন। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে উঠতি ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সুনীল ছেত্রী।