মুম্বই: ভারত-ইংল্যান্ড (India England Match) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের (Test Series) বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। তবে আগের দুই টেস্টের মতো আগামী ৩ টেস্টেও নাম নেই বিরাট কোহলির (Virat Kohli)। ব্যক্তিগত কারণ জানিয়েই সরেছেন বিরাট, তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েই ভারতীয় শিবির থেকে বাদ রাখা হয়েছে, এমনটাই জানান হয়েছে বিসিসিআই-এর তরফে। এবার বরং রোহিত শিবিরে জায়গা করে নিলেন বাংলার এক পেসার।
ভারতীয় এ দলের হয়ে এর আগে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলার পেসার আকাশ দীপ। বিসিসিআই এর তালিকায় এবার রয়েছে তাঁর নামও। মুকেশ কুমারের পরে বাংলার আরও এক পেসার ঢুকে পড়লেন টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে।এদিকে, চোটের জন্য ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের সময় তাঁর পিঠে খিঁচ এবং কুঁচকিতেও ব্যথা অনুভব হয়। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তরফে তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে। নিজের ফিটনেস ফিরে পেতে এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও যেতে হবে শ্রেয়সকে। শ্রেয়স অনুপস্থিত থাকলে ভারতীয় দলের চিন্তাও যে বাড়বে তা বলাই বাহুল্য। পিঠে চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্ট ম্যাচ খেলতে পারবেন না ডান হাতি এই ব্যাটার। ফলে, চোটের তালিকা আরও লম্বা হল ভারতের।
অন্যদিকে, চোট পেয়ে বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে থেকে ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলকে শেষ তিনটি টেস্টে জন্য স্কোয়াডে রাখা হয়েছে। তবে লোকেশ রাহুল ও জাদেজাকে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ফিট সার্টিফিকেট দিলে তবেই তাঁরা মাঠে নামার জন্য বিবেচিত হবেন বলেই জানান হয়েছে বিসিসিআই-এর তরফে।
রাজকোটে ১৫ তারিখ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। চতুর্থ টেস্টটি ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে এবং সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টটি ৭ মার্চ ধরমশালায় অনুষ্ঠিত হবে।
ভারতীয় শিবির রয়েছেন কারা?
রোহিত শর্মা (অধিনায়ক), জশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভারত, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহ: সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।
আরও পড়ুন, শ্রেয়সের চোট, দূরত্ব বাড়ল রোহিত-হার্দিকের, বিস্ফোরক জাডেজার বাবা, খেলার সেরা খবরের একঝলক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে