মুম্বই : বড় মঞ্চে মেগা ডুয়েলের জন্য ফের একবার দুরন্তভাবে দলে ফিরলেন তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (ICC World Test Championship 2023 Final) জন্য ভারতীয় স্কোয়াডে ফিরলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। মাঝে প্রায় দেড় বছর ভারতীয় দলের বাইরে ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ২০২২ সালে জানুয়ারিতে শেষবার ভারতের হয়ে কোনও টেস্ট খেলতে নেমেছিলেন জিঙ্ক্স।
কিন্তু ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের সর্বসেরা হওয়ার কঠিন লড়াইয়ের মঞ্চে রাহানের ওপরই আস্থা রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি আস্থা রাখা হয়েছে কেএল রাহুলের (KL Rahul) ওপরেও। যদিও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াডে স্থান হয়নি সূর্য-র। এই মুহূর্তে ফর্মের দিক থেকে খুব একটা ভাল জায়গায় নেই সূর্য। অপরদিকে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে ব্যাট হাতে আগুন ছোটাচ্ছেন রাহানে। প্রসঙ্গত, আইপিএলে দুরন্ত ছন্দে থাকার পাশাপাশি কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনের মঞ্চে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে প্রশ্নে রাহানের উত্তর ছিল, 'মাঝে এখনও অনেকটা সময় বাকি।'
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের সঙ্গী কারা হন, সেদিকেই নজর ছিল। সেই কৌতুহল মিটল। প্রসঙ্গত আগামী ৭ থেকে ১১ জুন ওভালের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামছে ভারত। মেগা ডুয়েলের জন্য ১২ জুন থাকছে রিজার্ভ ডে হিসেবেও।
চোট-অস্ত্রোপচারের জেরে শ্রেয়স আইয়ার ও জসপ্রীত বুমরাহকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাওয়া না যাওয়ায় তাঁদের জায়গায় কারা দলে ঠাঁই পান সেদিকেই ছিল বাড়তি নজর। মিডল অর্ডারে পূজারা, কোহলির সঙ্গী হিসেবে রাহানেকে জায়গা দেওয়ার পাশাপাশি দলে কিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন কেএস ভারত। এদিকে, কেএল রাহুল ও শুভমন গিল (Shubman Gill), দু'জনই রয়েছেন স্কোয়াডে। স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব থাকবে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ওপর। স্কোয়াডে রয়েছে অক্ষর প্যাটেলও (Axar Patel)।
এদিকে, মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), উমেশ যাদবের (Umesh Yadav) পাশাপাশি পেসার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন জয়দেব উনাদকাত (Jaydev Unadkat) ও শার্দুল ঠাকুর (Shardul Thakur)।
আরও পড়ুন- বড় জরিমানা কোহলির, বিরাট-সহ ব্যাঙ্গালোরের গোটা দলের জরিমানা