তিরুঅনন্তপুরম : দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি২০ সিরিজের দলে সুযোগ পেলেন বাংলার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। বুধবার থেকে শুরু হতে চলা প্রোটিয়া চ্যালেঞ্জের জন্য পরিবর্ত হিসেবে একেবারে শেষ মুহূর্তে মেন ইন ব্লু শিবিরে অন্তর্ভুক্ত করা হয়েছে উমেশ যাদব (Umesh Yadav) ও শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer)।


নেই হুডা, হার্দিক, ভুবি


পিঠে চোট পেয়েছেন দীপক হুডা (Deepak Hooda)। যার জেরে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। হুডাকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাডাডেমিতে (NCA) পাঠানো হয়েছে সুশ্রুষার জন্য। কন্ডিশনিংয়ের জন্য এনসিএ-তে পাঠানো হয়েছে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) ও ভুবনেশ্বর কুমারকেও (Bhuvneshwar Kumar )।


করোনার থাবা কাটিয়ে উঠে সম্পূর্ণ ফিট হতে পারেননি মহম্মদ শামিও (Mohd. Shami)। ফিটনেস ও সম্পূর্ণ রিকভারির জন্য তাঁকে চলতি তিন টি২০-র সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে।


বুধবার তিরুঅনন্তপুরমে প্রথম টি২০ ম্যাচের পর আগামী ২ ও ৪ অক্টোবর সিরিজের বাকি দুটি ম্যাচ।






প্রোটিয়া চ্যালেঞ্জে ভারতীয় দল


দলে কয়েকটি পরিবর্তনের পর আপাতত ভারতীয় স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, যুযবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিংহ, হর্ষল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, শ্রেয়স আইয়ার, শাহবাজ আহমেদ।


অজি বধ রোহিতদের


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়েই নামছে ভারতীয় শিবির। তিন টি২০ ম্যাচের সিরিজে অজিদের ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে হেরে গেলেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পরের দুটো ম্যাচে জিতে সিরিজ জিতেছেন বিরাট-রোহিতরা। ভারতীয় দলের টিমবাসকে কেন্দ্র করে সমর্থকদের উৎসাহও চোখে পড়ার মতো। তাঁদের হাতে দলের বিভিন্ন তারকার সমর্থনে না না রকম ব্যানারও দেখা যায়। কিছু কিছু ব্যানারে ঘরের ছেলে সঞ্জু স্যামসনের দলে সুযোগ না পাওয়া নিয়েও হতাশার কথাও জানানো হয়। 


আরও পড়ুন-হার সুনীলদের, স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ভারতীয় হকি দলের, এক ঝলকে খেলার সব খবর