ওভাল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে ধাক্কা ভারতীয় শিবিরে। ওভালে অনুশীলনের ফাঁকে হাতে চোট পেলেন বিজয় শঙ্কর। তাঁকে নিয়ে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্টও।
শুক্রবার ওভালে নেটে ব্যাট করছিলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। আচমকাই একটি লাফিয়ে ওঠা বল তাঁর হাতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই টিম ফিজিও প্যাট্রিক ফারহার্ট শঙ্করের হাতে শুশ্রুষা করেন। তাঁকে নেট ছেড়ে বেরিয়ে যেতে হয়।
চোট কতটা গুরুতর, ভারতীয় বোর্ড থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সংবাদসংস্থাকে বোর্ডের এক কর্তা শুধু বলেন, 'সতর্কতা হিসাবে ওর চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বুঝতে পারব ওর চোট কতটা গুরুতর এবং শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ওকে পাওয়া যাবে কি না।'
বিশ্বকাপে ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরে ভাবা হচ্ছে শঙ্করকে। মূল পর্ব শুরুর আগে তাঁকে নিয়ে আচমকাই অনিশ্চয়তা। চোট গুরুতর হলে বিরাট কোহলির কপালের ভাঁজ যে বাড়বে, বলাই বাহুল্য।
অনুশীলনে হাতে চোট, বিজয় শঙ্করকে নিয়ে আচমকাই উদ্বেগ ভারতীয় শিবিরে
Web Desk, ABP Ananda
Updated at:
25 May 2019 01:46 PM (IST)
শুক্রবার ওভালে নেটে ব্যাট করছিলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। আচমকাই একটি লাফিয়ে ওঠা বল তাঁর হাতে আছড়ে পড়ে
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -