নয়াদিল্লি: দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। নির্বাচনের ফল ঘোষণার পর মোদিকে ফোন করে শুক্রবার শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রে খবর, আগামী জুনে জাপানে জি-২০ সম্মেলনে দেখা করছেন মোদি-ট্রাম্প।


ভোটের ফলাফল বেরনোর আগেই আমেরিকা জানায়, নতুন যে সরকারই ক্ষমতায় আসুক, তারা হাত মিলিয়ে কাজ করবে।

হোয়াইট হাউস জানিয়েছে, দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ফল বেরনোর দিনই একটি ট্যুইট বার্তায় নরেন্দ্র মোদির প্রশংসা করে বলেন, " মোদি একজন মহান মানুষ ও নেতা। ভারতবাসী ওঁকে পেয়ে ভাগ্যবান।"








 

মোদিও ট্রাম্পের ট্যুইট বার্তার জবাব দেন। লেখেন,"আমিও দ্বিপাক্ষিক চুক্তিগুলি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী, যা বিশ্বশান্তি ও সমৃদ্ধির সহায়ক হবে।"




ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির ফোনে কথা হয়েছে। তিনি মোদিকে জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি তাঁর তরফ থেকে, আমেরিকাবাসীর তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে উল্লেখ করেন, মোদি তাঁর বন্ধু। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক বেশ ভাল।
জুনের ২৮ ও ২৯ তারিখে জি-২০ সম্মেলন। সেখানেই দেখা হতে চলেছে দুজনের। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, অসামরিক পারমাণবিক চুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা প্রযুক্তি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।