১০ জুলাই ভারতের কোচ নির্বাচন, জানালেন সৌরভ
Web Desk, ABP Ananda | 01 Jul 2017 10:50 PM (IST)
কলকাতা: এ মাসের ১০ তারিখ মুম্বইয়ে ভারতের নতুন কোচ নির্বাচনের জন্য আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে। শনিবার এমনই জানালেন বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এই কথা জানিয়েছেন সৌরভ। এ মাসের ৯ তারিখ ভারতের পরবর্তী কোচ হওয়ার জন্য আবেদন জানানোর শেষ দিন। বীরেন্দ্র সহবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস, লালচাঁদ রাজপুত, ডোডা গণেশরা আবেদন করলেও, ভারতীয় দলের প্রাক্তন ডিরেক্টর রবি শাস্ত্রীই নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করছে ক্রিকেট মহল।