মুম্বই: বলি অভিনেতারা সেলফি তুলে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। কিন্তু কম ছবিই ততটা জনপ্রিয়তা পায়, যতটা আর মাধবনের ক্ষেত্রে ঘটেছে। ঘুমের পর সকালে উঠে স্নান করার পর মাধবন তোলেন এই সেলফি।

মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে লাখের ওপর লাইক পড়েছে, ফেসবুকে ৭৮,০০০ রিঅ্যাকশন আর ১,৬০০-র বেশি শেয়ার- একদিনের মধ্যে!

দেখুন মাধবনের সেই সেলফি।




টুইটারে কমেন্টের বন্যা। আপ্লুত মাধবন কয়েকটির উত্তরও দিয়েছেন।