সালালা: হকিতে বিশাল জয় ভারতের। জাপানের বিরুদ্ধে ৩৫-১ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল (Indian Hockey Team)। এই মুহূর্তে ওমানের সালালাতে চলছে হকি ফাইভ এস এশিয়া কাপ। সেই টুর্নামেন্টেই মালয়েশিয়ার বিরুদ্ধে ৭-৫ ব্যবধানে জয়ের পর জাপানকে একপ্রকার উড়িয়েই দিল ভারতীয় দল। ম্যাচে ভারতের হয়ে গোল করেন মনিন্দর সিংহ। তিনি খেলার ১, ৩, ৫, ৬, ৯, ১৫,২০, ২৪, ২৫, ২৯ মিনিটের মাথায় গোল করেন। এছাড়া মহম্মদ রাহিল খেলার ৩,৪,১১,১২,১৭,২৬ মিনিটের মাথায় মোট ৭টি গোল করেন। পবন রাজভোর ২, ৬, ১০, ১৩, ২৩ মিনিটের মাথায় পাঁচটি গোল করেন। গুরজ্যোৎ সিংহ ১২, ২০, ২১, ২৭, ৩০ মিনিটের মাথায় গোল করেন। সুখবিন্দর গোল করেন ৪ মিনিট, ৮মিনিট, ১৬ মিনিট ও ২২ মিনিটের মাথায়। অধিনায়ক মনদীপ মোর তিনটি গোল করেন। তিনি খেলার ১৮, ২৩, ২৯ মিনিটের মাথায় গোল করেন। এছাড়া একটি গোল করেন জুগরাজ সিংহ। তিনি ১৫ মিনিটের মাথায় একটি গোল করেন। জাপানের হয়ে একমাত্র গোলটি আসে মাসাতাকা কাবোরির স্টিক থেকে। তিনি খেলার ২৯মিনিটের মাথায় দলের হয়ে একমাত্র গোলটি করেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভারতীয় দল সাতটি গোল করে এই ম্যাচে। 


এর আগে, এশিয়ান হকি ফাইভ এস বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করেছিল ভারত। ওমানের হোস্টিংয়ে দারুণ একটি ম্যাচ খেলে সকলের নজর কেড়েছিল ভারতীয় হকি দল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেই দুরন্ত জয় পেয়েছিল ভারত। ১৫-১ গোলে বাংলাদেশকে বিধ্বস্ত করেছিল ভারত।


মনিন্দর সিংহ ও মহম্মদ রহিলের যুগলবন্দিতে বাংলাদেশ দলের বিরুদ্ধে দুরন্ত হকি খেলতে শুরু করে ভারত। প্রতিপক্ষ দলের উপর ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ভারতের। এদিন বাংলাদেশ দলকে ১৫-১ গোলে হারাল ভারত। যদিও বাংলাদেশ প্রথম গোল করে। তারপর ভারত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গোলের বন্যা শুরু হয় কার্যত।


ভারতীয় হকি দল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। টিম ইন্ডিয়া বর্তমানে এশিয়ান হকি 5S বিশ্বকাপ বাছাইপর্বে বিশ্বের বিভিন্ন দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল হকি দল। মনিন্দর সিংহ চারটি গোল করেন। মহম্মদ রাহিল হ্যাটট্রিক করেন।


আরও পড়ুন: উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন আর্লিং হালান্ড