ধর্মশালা: ৮ উইকেট ধর্মশালা টেস্ট জিতে নিল ভারত। ম্যাচের দেড় দিনেরও বেশি  সময় বাকি থাকতেই আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ২ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা।সেই সঙ্গে ভারত জিতে নিল গাওস্কর-বর্ডার ট্রফি।  এই প্রথমবার পরপর ৭টি সিরিজ জিতল টিম ইন্ডিয়া।





১০৬ রান করলে ম্যাচ জিতে নেবে এই পরিস্থিতিতে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামে ভারত।

দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলী বিজয় গতকাল দিনের শেষে বিনা উইকেটে তোলেন ১৯ রান। আজ ৮৭ রান করলে সিরিজ পকেটে পুরে নেওয়া যাবে এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ৪৬ রানে মুরলী বিজয়ের উইকেট খোয়ায় টিম ইন্ডিয়া। প্যাট কামিন্সের বলে ক্যাচ তুলে আউট হয়ে যান বিজয়। এরপর ম্যাচে লড়াইয় ফেরার একটা ক্ষীণ চেষ্টা করে অস্ট্রেলিয়া। তিন নম্বর ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা কিন্তু কোনও রান না করে আউট হয়ে যান । ঘরের মাঠে এই প্রথম কোনও টেস্টে খাতা না খুলেই ফিরতে হল পূজারাকে।

কিন্তু এই ম্যাচে ভারতের অধিনায়ক আজিঙ্কা রাহানে অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরার যাবতীয় চেষ্টা ব্লটিং পেপারের মতো শুষে নেন । শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তিনি।  পেসার-স্পিনার কাউকেই রেয়াত করেননি তিনি। অসি পেসার কামিংসের পর পর দুটি বল হেলায় ডিপ মিডউইকেটের মধ্য দিয়ে বাউন্ডারির বাইরে ফেলেন তিনি। সঙ্গে ছিল রাহুলের দুরন্ত ব্যাটিং।

রাহুল ও অধিনায়ক অজিঙ্ক রাহানে মধ্যাহ্নভোজের আগেই জয় এনে দেন দলকে। ৯ টি চারের সাহায্যে রাহুল টপকে যান অর্ধশত রান। চলতি সিরিজে এটি তাঁর ষষ্ঠ অর্ধশতরান। রাহানে ২৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৪ টি চার ও দুটি ছয়।

ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন রবীন্দ্র জাদেডা।