নয়াদিল্লি: চলতি বছরের দাবা বিশ্বকাপ (Chess World Cup 2025) আয়োজিত হতে চলেছে ভারতে। প্রায় ২৩ বছর পর ভারতের মাটিতে বসতে চলেছে দাবা বিশ্বকাপের আসর। আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে দাবা বিশ্বকাপ। ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। স্পোর্টস গ্লোবাল গভর্নিং বডির তরফে ঘোষণা করা হয়েছে ভারতের দাবা বিশ্বকাপের আয়োজনের কথা। 

মোট ২০৬ জন দাবাড়ু এই বিশ্বকাপে অংশ নেবেন। শেষবার ২০০২ সালে ভারতের হায়দরাবাদে এই বিশ্বকাপের আসর বসেছিল। সেটিই ছিল ভারতে হওয়া শেষ দাবা বিশ্বকাপ। সেবারের টুর্নামেন্টে খেতাব জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। প্লেয়াররা প্রত্যেকেই নক আউট ফর্ম্য়াটে খেলবেন। প্রত্যেক রাউন্ডে হেরে যাওয়া প্লেয়ার এলিমিনেট হয়ে যাবে।

FIDE-র তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''দাবা বিশ্বকাপ বিভিন্ন ফর্ম্য়াটে এত বছর ধরে হয়ে আসছে। কিন্তু ২০২১ সাল থেকে সিঙ্গল এলিমিনেশন ফর্ম্য়াটে খেলা হচ্ছে। প্রত্যেক রাউন্ড তিনদিন করে চলে।'' 

প্রথম দুদিন সাধারণত ক্লাসিকাল গেমের জন্য় সংরক্ষিত করা হয়। আর যদি প্রয়োজন হয় তাহলে তৃতীয় দিনে টাইব্রেকার হয়। প্রথম ৫০ দন প্রথম রাউন্ডে বাই পাবে। এরপর ৫১ থেকে ২০৬ জন দাবাড়ুকে প্রথম রাউন্ডে খেলতে হবে। উল্লেখ্য, এই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন ভারতের ডি গুকেশ। এছাড়া ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালিস্ট রমেশবাবু প্রজ্ঞানন্দ ও অর্জুন এরিগাইসিও যোগ্যতা অর্জন করেছেন বিশ্বকাপের।

 

ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন ডি গুকেশ, ২০২৩ বিশ্বকাপের রানারআপ রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিশ্বের পাঁচ নম্বর অর্জুন এরিগাইসি। বিশ্বের এক নম্বর তারকা ম্যাগনাস কার্লসেনও এই বছরের শুরুতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন। কিংবদন্তি ম্য়াগনাস কার্লসেনও এই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন।

২০২২ সালে ভারত চেস অলিম্পিয়াড আয়োজন করেছিল। এছাড়া টাটা স্টিল চেস ইন্ডিয়া, ২০২৪ সালে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ, FIDE  উইমেন্স গ্র্যান্ড প্রিক্স আয়োজিত হয়েছিল গত এপ্রিলে। দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা 'ফিডে'র তরফে এখনও যদিও এটা নিশ্চিত করা হয়নি যে কোন শহরে এবারের বিশ্বকাপের ম্য়াচগুলো আয়োজিত হবে।