দুবাই: গতকালই মহিলাদের আসন্ন তিন বছরের সূচি ঘোষণা করা হয়েছিল আইসিসির তরফে, আজ বুধবার (১৭ অগাস্ট) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে পুরুষদেরও ২০২৩ থেকে ২০২৭, চার বছরের ক্রীড়াসূচি (ICC Future Tours Programme) ঘোষণা করা হল। এই সূচির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভারতীয় দলের (Indian Cricket Team) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের দুইটি সিরিজ।


সূচি অনুযায়ী আইসিসির ১২ টি পূর্ণ সদস্য দেশ সব মিলিয়ে মোট ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এর মধ্যে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ান ডে এবং ৩২৩টি ২০ ওভারের ম্যাচের সূচি দেওয়া রয়েছে। এই সূচির মধ্যেই একগুচ্ছ আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে দুইটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের দরুণ অস্ট্রেলিয়ার পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। ২০২৫ থেকে ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপে আবার অস্ট্রেলিয়া ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে। ৩০ বছর পর এই প্রথমবার দুই ক্রিকেট পাওয়ারহাউস একে অপরের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। শেষবার পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দল অজিদের বিরুদ্ধে ৪-০ হেরেছিল।


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সূচি-


২০২৩ থেকে ২০২৫ সাল 


ঘরের মাঠে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ


বিদেশে- অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ , দক্ষিণ আফ্রিকা 


২০২৫ থেকে ২০২৭ সাল


ঘরের মাঠে- অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা 


বিদেশে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা


সর্বাধিক ম্যাচ খেলবে বাংলাদেশ


এই দুই সার্কেল মিলিয়ে ইংল্যান্ড সর্বাধিক ৪৩টি, অস্ট্রেলিয়া ৪০ এবং ভারত ৩৮টি টেস্ট ম্যাচ খেলবে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ছাড়াও, ভারত-ইংল্যান্ড এবং অ্যাসেজ সিরিজগুলি পাঁচ ম্যাচের হওয়ার কথা। ইংল্যান্ড সর্বাধিক টেস্ট খেললেও, তিন ফর্ম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৫০) খেলবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে সর্বাধিক ৫৯টি ম্যাচও খেলবে তারা। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টিতে অবশ্য ওয়েস্ট ইন্ডিদ সর্বাধিক ৭৩টি ম্যাচ খেলবে। এছাড়া ভারতে ২০২৩ বিশ্বকাপসহ মোট পাঁচটি সীমিত ওভারের আইসিসি টুর্নামেন্টও হওয়ার কথা এই চার বছরের মধ্যে। তবে চলতি ধারা বজায় রেখে এই গোটা সূচিতে ভারত-পাকিস্তানের কোনও দ্বিপাক্ষিক সিরিজ নেই।


আরও পড়ুন: টেস্ট খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল, প্রতিপক্ষ কারা?