মুম্বই: আজ মঙ্গলবারই (১৬ অগাস্ট) আইসিসির (ICC) তরফে প্রথম মহিলাদের ভবিষ্যৎ ট্যুর প্রোগামের (এফটিপি) কথা ঘোষণা করা হয়েছে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত মহিলাদের ক্রিকেট সফরগুলির জানানো এই পরিকল্পনার মাধ্যমে। এর মারফৎই ভারতীয় মহিলা দল (Indin Women's Cricket Team) ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে।


টেস্ট খেলবেন স্মৃতিরা


এফটিপি অনুযায়ী অগাস্ট ২০২২ সাল থেকে জানুয়ারি ২০২৫ সালের মধ্যে ভারতীয় মহিলা দল এই তিন বছর সময়কালে দুই টেস্ট ম্যাচের পাশাপাশি, ২৪টি ওয়ান ডে এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। গত বছরও ভারতীয় মহিলা দল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে টেস্ট ম্যাচ খেলেছিল। সেই দুই টেস্টই ড্র হয়। আবারও একই প্রতিপক্ষের বিরুদ্ধে একটি করে টেস্ট খেলবেন স্মৃতি মান্ধানারা। তবে গতবার দুই ম্যাচই বিদেশের মাটিতে খেলেছিল ভারত। এবার আর বিদেশ নয়, ভারতের মাটিতেই টেস্ট খেলবেন স্মৃতিরা। শুধু ভারত নয়, এই এফটিপির মাধ্যমেই আইসিসি ১০টি দলের তিন ফর্ম্যাটেরই একাধিক সফরের কথা ঘোষণা করেছে। 


এক সরকারি বিবৃতিতে আইসিসির তরফে জানানো হয়, 'সকল সদস্যদের যৌথ প্রয়াসে এফটিপির দ্বারা মহিলাদের চ্যাম্পিয়নশিপের মাধ্য়মে ১০টি দল আরও বেশি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এই এফটিপির মাধ্যমে দলগুলি আরও বেশি করে ম্যাচ খেলবে এবং এর মাধ্যমে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০০-এর অধিক ম্যাচ অনুষ্ঠিত হবে।'


বাড়বে খেলার মান


আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান এটিকে মহিলাদের ক্রিকেটের ক্ষেত্রে একটি বিরাট বড় পদক্ষেপ বলে দাবি করেন। তিনি বলেন, 'এটা মহিলাদের ক্রিকেটের জন্য একটা বিরাট বড় পদক্ষেপ। এফটিপির মাধ্যমে শুধু ভবিষ্যৎ সফরগুলিই নিশ্চিত হচ্ছে না, বরং এর মাধ্যমে এমন একটি পরিকাঠামো গঠন হচ্ছে, যা ভবিষ্যৎ সময়ে আরও বৃদ্ধি পেয়ে আরও উন্নত হবে। মহিলাদের আইসিসি চ্যাম্পিয়নশিপ মহিলাদের ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে। নিউজিল্যান্ডে এবারের বিশ্বকাপে আমরা যে ধরনের প্রতিযোগিতামুলক ক্রিকেট দেখি. তা মহিলা দলগুলি বেশি করে ক্রিকেট ম্যাচ খেলারই ফলস্রুতি।' প্রসঙ্গত. ভারতীয় মহিলা ক্রিকেট দল সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে রুপো জেতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে পরাজিত হয় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল।


আরও পড়ুন: রাহুল ফেরায় গিয়েছে অধিনায়কত্ব, কী বলছেন শিখর ধবন?