ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিন নয়া নজিরের দোরগোড়ায় ধোনি
উইকেটরক্ষক হিসেবেও নয়া নজির গড়তে পারেন ধোনি।উইকেটের পিছনে ৩০০ ক্যাচ নেওয়া থেকে আর মাত্র ১ টি ক্যাচ প্রয়োজন তাঁর। বিশ্ব ক্রিকেটে এখনও পর্যন্ত অ্যাডাম গিলক্রিস্ট (৪১৭), মার্ক বাউচার (৪০২) এবং সঙ্গাকারা (৩৩৮) তিনশ-র বেশি ক্যাচ ধরেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই দেশের মধ্যে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড এখন রয়েছে যুবরাজ সিংহর দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর মোট রান ১৫২৩। এখনও পর্যন্ত ধোনির সংগ্রহ ১৪২৫ রান। সচিন তেন্ডুলকরের রান ১৪৫৫। ভারতের অধিনায়ক বিরাট কোহলির এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সংগ্রহ ৯২১ রান।
১০ হাজারি ক্লাবে সামিল হওয়া ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে উঠে আসতে পারেন ধোনি। এজন্য তাঁর প্রয়োজন আর মাত্র ৯৮ রান।
উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারার পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান সংগ্রহকারী হবেন ধোনি।
আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ শুরু হচ্ছে। আর ৩৩ রান করতে পারলেই একদিনের ক্রিকেটে বিশ্বের দ্বাদশ ও ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করবেন তিনি। এখনও পর্যন্ত ৩১৮ টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৯৯৬৭ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে চারটি বড়সড় রেকর্ড গড়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এবার একদিনের ক্রিকেটে তিনটি নয়া রেকর্ডের হাতছানি তাঁর সামনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -