নয়াদিল্লি: আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের রওনা হওয়ার আগে রীতিমাফিক সাংবাদিক বৈঠক করবেন অধিনায়ক বিরাট কোহলি। বিসিসিআই সূত্রে এ কথা জানানো হয়েছে।
এর আগে বিসিসিআই-এর সূত্র উল্লেখ করে সংবাদসংস্থা জানিয়েছিল যে, এবার অধিনায়কের সফরে রওনা দেওয়ার আগে সাংবাদিক বৈঠক হবে না। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছিল যে, ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠক হবে না। আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দেওয়ার আগে সাংবাদিক বৈঠকের কোনও সুযোগ থাকছে না। আমরা চেষ্টা করছিলাম, কিন্তু সম্ভব হয়নি।
বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ভারতের বিদায়ের পর অধিনায়ক কোহলির সঙ্গে রোহিত শর্মার সংঘাত নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে কোহলির এই সাংবাদিক সম্মেলন ঘিরে জল্পনা-কল্পনা ছিল। যদিও বিসিসিআই সূত্রে এ ধরনের সংঘাতের খবর অস্বীকার করা হয়েছে।
আগামী সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে রওনা দেবে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি করে টি ২০ ও একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট খেলবে ভারতীয় দল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের রওনা দেওয়ার আগে হবে কোহলির সাংবাদিক বৈঠক, জানাল বিসিসিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2019 01:20 PM (IST)
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দলের রওনা হওয়ার আগে রীতিমাফিক সাংবাদিক বৈঠক করবেন অধিনায়ক বিরাট কোহলি। বিসিসিআই সূত্রে এ কথা জানানো হয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -