হারারে: ক্যারিবিয়ান সফর শেষ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, উভয় ফর্ম্যাটেই দাপুটে ভঙ্গিমায় সিরিজ জিতে নিয়ে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার টিম ইন্ডিয়ার পরিবর্ত লক্ষ্য জিম্বাবোয়েকে (Ind vs Zim) তাদের ঘরের মাঠে মাত দেওয়া। 


জিম্বাবোয়ে সফরের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। সেই ১৫ জনের দলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিংহভাগ সিনিয়ররা নেই। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের মতোই এই সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শিখর ধবনকে (Shikhar Dhawan)। কেএল রাহুলেরও চোট সম্পূর্ণ না সারায় তিনি এই সিরিজে নেই। তাঁর বদলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া শুভমন গিল পুনরায় সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন। তিনিই ধবনের সঙ্গে ওপেন করেন।


এই সিরিজে অবশ্য দীর্ঘদিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরতে চলেছেন তারকা অলরাউন্ডার দীপক চাহার। আইপিএলের আগে থেকেই চোটের জেরে দীপক কোনওরকমের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তাই তাঁর দিকে নজর থাকবে। এছাড়া এই সিরিজে প্রথমবার ভারতীয় ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠিও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি ভারতীয় দলে ডাক পেলেও, একটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। এই সিরিজে তিনি সুযোগ পান কি না, সেটাই দেখার বিষয়।


সব মিলিয়ে বলতে গেলে বেশকিছু তরুণ এবং নবাগতদের নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার একটা বড় সুযোগ রয়েছে এই সিরিজে। কবে কবে ম্যাচ, কোথায় দেখবেন সেই ম্যাচ, ইত্যাদি সমস্ত তথ্য জেনে নিন।


কবে কবে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে?


ভারত ও জিম্বাবোয়ে তিনটি ওয়ান ডে খেলবে ১৮, ২০ ও ২২ অগাস্ট।


কোথায় খেলা হবে ম্যাচগুলি?


তিনটি ম্যাচই খেলা হবে জিম্বাবোয়ের হারারেতে।


ক'টা থেকে শুরু হবে ম্যাচ?


সবক'টি ম্যাচই ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২.৪৫ থেকে শুরু হবে।


কোথায় দেখা যাবে এই সিরিজ?


সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে এই সিরিজ সম্প্রচারিত করা হবে। এছাড়া অনলাইনে সোনি লিভ অ্যাপের মাধ্যমেও ম্যাচগুলি দেখা যাবে।



ঘোষিত ভারতীয় দল: 


শিখর ধবন (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও দীপক চাহার।



আরও পড়ুন: ''জিম্বাবোয়ে সিরিজেও বিশ্রাম?'', কোহলির দলে না থাকা নিয়ে ট্যুইটে ক্ষোভপ্রকাশ