নয়াদিল্লি: বিশ্বজুড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচিত বিষয়। তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচও পাওয়া যাচ্ছে ২ দেশের সংঘাতের মধ্যে দিয়ে। ফিফা থেকে শুরু করে আইস হকি ফেডারেশন রাশিয়াকে সাসপেন্ড করেছে। এবার পিছু হটতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশনও। বেলারুশের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা রয়েছে সুনীলদের। আগামী ২৬ মার্চ বেলারুশের বিরুদ্ধে মাঠে নামার কথা ভারতীয় ফুটবল দলের। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সেই ম্যাচ থেকে সরে আসার কথা ভাবতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ২৩ মার্চ বাহরিনের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে সুনীল ছেত্রীরা। এরপর ২৬ মার্চ বেলারুসের বিরুদ্ধে আরও একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামার কথা ভারতীয় দল। ২টো ম্যাচই খেলা হবে মানামা, বাহরিনে।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে কোপের মুখে পড়েছে রাশিয়া। ফুটবল বিশ্বকাপ (football world cup) থেকে বহিষ্কৃত রাশিয়া। যাবতীয় ম্যাচ থেকে রাশিয়াকে বহিষ্কার করল উয়েফা-ও। আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন কাউন্সিল রাশিয়া এবং বেলারুসের সমস্ত জাতীয় দল ও ক্লাবকে সাসপেন্ড করেছে। ২০২৩-এ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সুপারিশে রাশিয়া ও বেলারুসকে সাসপেন্ড করেছে বিশ্ব রাগবি সংস্থা। রুশ আগ্রাসনের বিরোধিতায় ওয়াল্ট ডিজনি সংস্থাও রাশিয়ায় ফিল্ম পাঠানো বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।
আগামী জুনে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ রয়েছে ভারতের। তার প্রস্তুতি হিসেবেই এই ২ টো ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ বলেন, ''সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের ভাবতেই হবে যে যেমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাইছি আমরা, তা সম্ভব নয়। তবে ভারতীয় দলের কোচ হিসেবে আমি খুশি যে ২টো ম্যাচ আমরা খেলতে পারব।'' তিনি আরও বলেন, ''বাহরিন ও বেলারুস ২টো দলই ক্রমতালিকায় আমাদের থেকে ওপরে রয়েছে। আমি মনে করি যে আমাদের কাছে এটাই সুবর্ণ সুযোগ চিনে হতে চলা এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের একবার ঝালিয়ে নেওয়ার।''