নয়াদিল্লি: বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়ে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন হল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ২৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক প্রিয়ম গর্গের ৭৩, দিব্যাংশ সাক্সেনার ৫৫, যশস্বী জয়সোয়ালের ৫০ ও উইকেটকিপার-ব্যাটসম্যান ধ্রুব জুরেলের অপরাজিত ৫৯ রানের ইনিংসের সুবাদে ৪৮.৪ ওভারেই জয় তুলে নেয় ভারতীয় দল।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৬১ রানে অলআউট হয়ে যায়। শতরান করেন মাহমুদুল হাসান জয় (১০৯)। পারভেজ হোসেন ইমন করেন ৬০ রান। ভারতের হয়ে সুশান্ত মিশ্র ৩৩ রান দিয়ে দু’উইকেট নেন। ভারত সহজেই বাংলাদেশের রান টপকে যায়।
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন ভারতের অনূর্ধ্ব-১৯ দল
Web Desk, ABP Ananda
Updated at:
12 Aug 2019 12:52 PM (IST)
ভারত সহজেই বাংলাদেশের রান টপকে যায়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -