নয়াদিল্লি: ২০২২ এএফসি অনূর্ধ্ব২৩ এশিয়ান কাপের ড্র আয়োজিত হয়ে গেল শুক্রবার। বয়সভিত্তিক এই টুর্নামেন্টটি উজবেকিস্তানে আয়োজিত হবে। প্রথমে চিনে এই টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও পরে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সূচিতে বদল আনা হয়।


ভারতীয় ফুটবলপ্রেমীরা দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিলেন যে ভারতীয় দলের প্রতিপক্ষ কারা হতে পারে তা জানার জন্য। সেই উত্তর এদিন পেয়ে গেল তাঁরা। ওয়েস্ট জোনের যোগ্যতা অর্জনকারী ম্যাচে ভারতীয় ফুটবল দলের প্রতিপক্ষ আমিরশাহি অনূর্ধ্ব২৩, ওমান অনূর্ধ্ব২৩ ও কিরগিজ রিপাবলিক অনূর্ধ্ব২৩ দল। গ্রুপ ই-তে ভারত খেলতে নামবে। ২০২১ সালে মূল টুর্নামেন্টটি আয়োজিত হবে। গ্রুপ পর্ব থেকে যারা শীর্ষে থাকবে, তারাই প্রতিযোগিতার ফাইনালে অংশ নিতে পারবে। এছাড়াও দ্বিতীয় পজিশনে থাকা চারটে সেরা দলও মূলপর্বে জায়গা করে নেবে।


 






এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব২৩ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনওদিন ভারতীয় দল মূলপর্বে জায়গা করে নিতে পারেনি। এবার তাঁদের সামনে রয়েছে সেই সুবর্ণ সুযোগ। ২০১৩ সালে এই সবচেয়ে ভাল ফল করতে পেরেছিল ভারতীয় দল। সেবার যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ থেকে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। তবে তাদের আগে ছিল ইরাক, আমিরশাহি, ওমান। ভারতের ঝুলিতে ছিল সেবার মাত্র ৭ পয়েন্ট।


২০১৩ সালে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে ভারতীয় দল মাত্র ২ টো ম্যাচ জিততে পেরেছিল। লেবানন ও তুর্কিমেনিস্তানের বিরুদ্ধে সেই ২ ম্যাচে জয় পেয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ২৩ দল। এরপরের ৩ বারের যোগ্যতা অর্জনকারী পর্বে মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছিল ভারতীয় দল। ২০১৭ সালে তুর্কিমেনিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ২৩ দল।


যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচগুলো আয়োজিত হবে চলতি বছরের অক্টোবরের ২৩ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত। ১১টি গ্রুপ পর্বের জয়ী দল ও ৪টি সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেবে।


উজবেকিস্তান যেহেতু এই টুর্নামেন্টের আয়োজক, তাই তাঁরা সরাসরি টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নেবে।