নয়াদিল্লি : অস্ট্রেলিয়া (Australia) শিবিরে ফের ধাক্কা। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ভারতের বিরুদ্ধে দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাটিং করার সময় মহম্মদ সিরাজের বাউন্সার আছড়ে পড়েছিল অজি ব্যাটারের হেলমেটে।


কনকাশনের (concussion) জেরে মাঠে ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। শেষপর্যন্ত তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিল না প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অজি ব্রিগেড। কনকাশনের জেরে দিল্লি টেস্টের বাকিটায় আর ডেভিড ওয়ার্নার নেই বলেই ঘোষণা করল তারা। পাশাপাশি ওয়ার্নারের বদলি হিসেবে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে ম্যাটিউ রেনশকে (Matthew Renshaw)। 


টসে জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬৩ রানে। ৭২ রান করে অপরাজিত থাকেন হ্যান্ডস্কম্ব। ভারতের হয় শামি চার এবং অশ্বিন ও জাডেজা তিনটি করে উইকেট নেন। অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ অবশ্য কোনও উইকেট পাননি। অজি ওপেনার ওয়ার্নার ১৫ রান করেছিলেন। 


চার টেস্টের সিরিজ খেলতে এই মুহূর্তে ভারত সফরে অস্ট্রেলিয়া। বিদর্ভে প্রথম ম্যাচে ইনিংস ও ১৩২ রানে অজিদের দুরমুশ করে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষেই এই ম্যাচেও অ্যাডভান্টেজ নিয়ে ফেলেছে ভারত। বোলারদের তৈরি করে দেওয়া সুবিধা কাজে লাগিয়ে ম্যাচে দজখল আরও দৃঢ় করার লক্ষ্যেই এগোচ্ছে ভারত। আগামী ১ থেকে ৫ মার্চ সিরিজের তৃতীয় টেস্ট। আর মার্চে ৯ থেকে ১৩ তারিখ সিরিজের শেষ টেস্ট। 






এদিকে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই এক অনন্য নজির গড়ে ফেলেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দ্রুততম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট ও ২৫০০ রান করার যুগ্ম নজির নামে করলেন ভারতের তারকা অলরাউন্ডার। ৬২টি ম্যাচে ২৫০ উইকেট ও ২৫০০ রান করার যুগ্ম কৃতিত্ব নিজের নামে করেন জাডেজা। ভারতীয় তো বটেই, তিনি দ্রুততম এশিয়ান হিসাবেও এই মাইলফলক স্পর্শ করলেন। একমাত্র ইয়ান বোথামই জাডেজার থেকে কম ৫৫টি টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছেন।


আরও পড়ুন- প্রকাশিত হল আইপিএল সূচি, চাপে বাংলা, এগিয়ে ভারত, সারাদিনের খেলার সব খবর