ব্রিসবেন: খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যায় জর্জরিত ভারতীয় দল। এজন্য আসন্ন ব্রিসবেন টেস্টে প্রথম একাদশ বেছে নেওয়াই সমস্যার কারণ হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্টের কাছে। সিরিজের ফলাফল এখন ১-১। সেজন্য গাব্বার টেস্টই সিরিজ নির্নায়ক হয়ে চলেছে। কাজেই গাব্বার বাউন্সি পিচে এই ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই টেস্ট জিতে গত সফরের সাফল্যের পুণরাবৃত্তি ঘটাতে চায় টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়া সফরের শুরু থেকে এখনও পর্যন্ত বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার চোট পেয়েছেন। চোটের এই সমস্যায় টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিডনি টেস্টে আঙুলের চিড়ের কারণে বাইরে চলে যান রবীন্দ্র জাডেজা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে হনুমা বিহারীর সিরিজের চতুর্থ টেস্ট খেলা মুশকিল। এরইমধ্যে জসপ্রিত বুমরাহ পেটে টান টিম ম্যানেজন্টের কপালের ভাঁজ আরও চওড়া করেছে। এই চোটের কারণে ব্রিসবেন টেস্টে তাঁর খেলা ঘিরে সংশয় তৈরি হয়েছে। এর আগে মহম্মদ শামি, উমেশ যাদব, কেএল রাহুল, ঋষভ পন্থ ও মায়াঙ্ক অগ্রবালও চোটগ্রস্তদের তালিকায় রয়েছেন।
এই পরিস্থিতিতে ব্রিসবেনে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে?
টিম ইন্ডিয়ার সামনে সমস্যা হল কোন এগারো জনকে মাঠে নামানো যেতে পারে। দেখে নেওয়া যাক ভারতের দল কেমন হতে পারে-

ওপেনিং জুটি- তৃতীয় টেস্টে শুভমান গিল ও রোহিত শর্মার জুটি ইনিংসের শুরু বেশ ভালো করেছিল। দুই ব্যাটসম্যানই ফিট এবং তাঁদের মধ্যে বোঝাপড়াও দারুণ। সিডনি টেস্টে তাঁদের জুটিতে দুই ইনিংসেই উঠেছিল যথাক্রমে ৭০ ও ৭১ রান। ব্রিসবেন টেস্টে জিততে হল এই জুটির সাফল্য খুবই প্রয়োজন।
মিডল অর্ডার- সিডনি টেস্টে দুই ইনিংসের অর্ধশতরান করেছিলেন চেতেশ্বর পূজারা। তিনি ভারতের মিডল অর্ডারের মূল স্তম্ভ। চার নম্বরে নামবেন সিরিজের দ্বিতীয় টেস্টের নায়ক তথা দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে। ব্রিসবেন টেস্টে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন ঋষভ পন্থ। গত ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পন্থ। তাঁর আগ্রাসী ব্যাটিং অস্ট্রেলিয়ার বোলারদের চাপে ফেলে দিতে পারে।
উইকেটরক্ষক- ঋদ্ধিমান সাহা উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সাত নম্বরে ব্যাট করতে নামতে পারেন।

অলরাউন্ডার-জাডেজার চোটের পর টিম ম্যানেজমেন্টের চিন্তা অলরাউন্ডার নিয়ে। এতে দলে একজন অতিরিক্ত বোলার খেলানোর সুযোগ পাওয়া যায়। এখন জাডেজার অনুপস্থিতিতে ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার হিসেবে একমাত্র বিকল্প। শেষ টেস্টে ওয়াশিংটনের ওপর বাজি ধরতে পারে টিম ম্যানেজমেন্ট।

বোলিং- গাব্বার বাউন্সি পিচে তিন পেসার ও এক স্পিনারকে নিয়ে খেলতে চাইবে। অশ্বিন দুরন্ত স্পিন বোলিং করছেন। পাশাপাশি সিডনিতে লড়াকু ইনিংস খেলে ম্যাচ বাঁচাতে দলকে সাহায্য করেছিলেন। টিম ম্যানেজমেন্ট চাইছে, টেস্টের আগে ফিট হয়ে উঠুন বুমরাহ। কিন্তু এমনটা না হলে তাঁর জায়গায় শার্দুল ঠাকুর খেলতে পারেন। এছাড়াও নভদীন সাইনি ও মহম্মদ সিরাজ ফাস্ট বোলার হিসেবে খেলতে পারেন।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, জসপ্রিত বুমরাহ/শার্দুল ঠাকুর।