সিডনি: হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য তিনি আইপিএলের শেষ দিকে খেলতে পারেননি। তবে ভারতীয় দলের সঙ্গেই অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। সেখানেই জাতীয় দলের ফিজিওর তত্ত্বাবধানে চলছে তাঁর রিহ্যাব। ভারতীয় শিবিরের আশা, প্রথম টেস্টের আগে ম্যাচ ফিট হয়ে উঠবেন ঋদ্ধিমান সাহা।


তবে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চমকপ্রদ ক্যাচ নিয়ে শিরোনামে উঠে এলেন বাংলার তারকা। তার চেয়েও তাৎপর্যপূর্ণ হচ্ছে, ঋদ্ধি ক্যাচ নিয়েছেন মিড উইকেটে ফিল্ডিং করার সময়!

এই ম্যাচে ঋষভ পন্থ উইকেটকিপার হিসাবে খেলছেন। আর ঋদ্ধিমান খেলছেন ব্যাটসম্যান হিসাবে। ভারতীয় শিবিরের খবর, তিনদিনের প্রস্তুতি ম্যাচে ঋদ্ধিমানকে দিয়ে কিপিং করিয়ে ঝুঁকি নিতে চায়নি দল। তাঁকে খেলিয়ে ম্যাচ ফিটনেস দেখে নিতে চাওয়া হয়েছে।

শুক্রবার অস্ট্রেলিয়া ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। বল করছিলেন পেসার মহম্মদ সিরাজ। তাঁর শর্ট বলে পুল করতে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটার নিক ম্যাডিনসন। কিন্তু বল তাঁর ব্যাটের কানায় লেগে ওপরে উঠে যায়। মিড উইকেটে ফিল্ডিং করছিলেন ঋদ্ধি। বল মিড উইকেটের বেশ কিছুটা পিছনের দিকে পড়ছিল। প্রায় ২০ কদম দৌড়েও ঋদ্ধি দেখেন যে, বল তাঁর বাগাল এড়িয়ে যাচ্ছে। চকিতে শরীর শূন্যে ভাসিয়ে দেন বঙ্গ তারকা। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দুহাতে বল তালুবন্দি করেন।



ঋদ্ধির অবিশ্বাস্য ক্যাচ দেখে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে উচ্ছ্বাস প্রকাশ করেন ধারাভাষ্যকারেরাও।

ঋদ্ধির ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ম্যাচে প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ভারত। মাত্র ১৯৪ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে পাল্টা চাপে অস্ট্রেলিয়া এ দলও। ৩২.২ ওভারে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া এ। মহম্মদ শামি ও নবদীপ সাইনি তিনটি করে উইকেট পেয়েছেন। দুটি উইকেট যশপ্রীত বুমরার। এক উইকেট পেয়েছেন সিরাজ। যেটা ঋদ্ধির সেই দুরন্ত ক্যাচে পাওয়া। পেসারদের দাপটে ম্যাচে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় দল।