অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৩৩। দিনের শেষে ক্রিজে বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (৯) ও রবিচন্দ্রন অশ্বিন (১৫)। বিরাট কোহলি-অজিঙ্কা রাহানের জুটি ভারতীয় দলকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিল। তবে তাঁরা দু’জনই স্বল্প সময়ের ব্যবধানে আউট হয়ে যাওয়ার পর ফের চাপে পড়ে যায় দল। তবে ঋদ্ধিমান-অশ্বিন জুটি যদি আগামীকাল কিছুটা লড়াই করতে পারে, তাহলে ভারতীয় দলের স্কোর ৩০০ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সেক্ষেত্রে লড়াই করতে পারবে ভারত।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু রানের খাতা খুলতে না পেরেই সাজঘরে ফেরেন পৃথ্বী শ (০)। কিছুক্ষণের মধ্যেই ফেরেন অপর ওপেনার মায়াঙ্ক অগ্রবালও (১৭)। যেখান থেকে হাল ধরেন পূজারা ও কোহলি। প্রথম সেশনের শেষে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৪২। পূজারা ৪৩ রান করে ফিরে যান। এরপর বিরাটের সঙ্গে জুটি বাঁধেন অজিঙ্কা রাহানে। তাঁরা দাপটে ব্যাটিং করেন। কিন্তু দিনের তৃতীয় সেশনে রান আউট হয়ে যান বিরাট। তিনি করেন ৭৪ রান। এরপর রাহানেও ৪২ রান করে ফিরে যান। হনুমা বিহারী করেন ১৬ রান।
অস্ট্রেলিয়ার হয়ে জোড়া উইকেট নেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও নাথান লিয়ন।
আজ থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টটি দিন-রাতের। অর্থাৎ, খেলা হচ্ছে গোলাপি বলে। সিরিজের বাকি ৩টি টেস্টে অবশ্য খেলা হবে প্রথাগত লাল বলেই। এই সিরিজে একমাত্র এই টেস্টেই খেলবেন বিরাট। এরপর তিনি পিৃতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন।
এই ম্যাচে ভারতীয় দলে তিন পেসার, একটি স্পিনার রয়েছে। অন্যদিকে, টিম পেইন নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া টেস্ট দলে অভিষেক ঘটল ক্যামেরন গ্রিনের। ওপেনিংয়ে ম্যাথু ওয়েডের সঙ্গী হবেন জো বার্নস। অজিরাও তিন পেসার, এক স্পিনার কম্বিনেশন রেখেছে।
ভারতীয় দল- মায়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রণ অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়া দল- জো বার্নস, ম্যাথু ওয়েড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, জশ হ্যাজেলউড।