India vs Australia, Adelaide Test: ভিডিওতে দেখুন, পাখির মতো উড়ে গিয়ে অসামান্য ক্যাচ বিরাট কোহলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Dec 2020 05:11 PM (IST)
India vs Australia: দ্বিতীয় দিনের শেষে ৬২ রানে এগিয়ে ভারত।
ছবি সৌজন্যে ট্যুইটা
অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টে প্রকৃত অধিনায়কের মতোই পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলের সবার কাছে উদাহরণ হয়ে উঠছেন। প্রথম দিন যেমন ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখান, আজ দ্বিতীয় দিন তেমনই ফিল্ডিংয়ে অসাধারণ পারদর্শিতা দেখালেন তিনি। দলের অন্যান্য ক্রিকেটাররা একাধিক সহজ ক্যাচ মিস করেছেন। কিন্তু বিরাট মিড উইকেটে এক অসাধারণ ক্যাচ নিয়ে দলের সবার মনোবল বাড়িয়ে দেন। রবিচন্দ্রন অশ্বিনের বলে পুল করেন প্রথম টেস্ট খেলতে নামা ক্যামেরন গ্রিন। বিরাট ডানদিকে শরীর ছুঁড়ে দিয়ে এক হাতে ক্যাচ নেন। এই টেস্টে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ভারতীয় দল আজ ২৪৪ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৭৪ রান করেন বিরাট। চেতেশ্বর পূজারা ৪৩ ও অজিঙ্কা রাহানে ৪২ রান করেন। ঋদ্ধিমান সাহা করেন ৯ রান। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৫৩ রান দিয়ে ৪ উইকেট নেন। প্যাট কামিন্স ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও নাথান লিয়ন। আজ ভারতের বোলারদের পাল্টা লড়াইয়ে কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গিয়েছেন স্টিভ স্মিথরা। প্রথম ইনিংসে ৫৩ রানে এগিয়ে থাকে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেন শুধু অধিনায়ক টিম পেইন ও মার্নাস লাবুশেন। পেইন ৭৩ রানে অপরাজিত থাকেন। লাবুশেন ৪৭ রান করেন। স্মিথ মাত্র এক রান করেন। কামিন্স কোনও রানই করতে পারেননি। অশ্বিন ৫৫ রান দিয়ে ৪ উইকেট নেন। উমেশ যাদব ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ৫২ রান দিয়ে জোড়া উইকেট নেন। দ্বিতীয় দিনের শেষ দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর এক উইকেট হারিয়ে ৯। ৪ রান করে কামিন্সের বলে বোল্ড হয়ে গিয়েছেন পৃথ্বী শ। ৫ রানে অপরাজিত অপর ওপেনার ময়ঙ্ক অগ্রবাল। বুমরাহ ০ রানে অপরাজিত। ভারত এখন ৬২ রানে এগিয়ে। এই ম্যাচের যা পরিস্থিতি, তাতে খেলা পাঁচ দিনে গড়াবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় দল যদি দ্বিতীয় ইনিংসে ২৫০ বা তার বেশি রান করতে পারে এবং অশ্বিন-বুমরাহরা প্রথম ইনিংসের পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তাহলে তৃতীয় দিনেই জয়ের কাছাকাছি পৌঁছে যেতে পারে। এমনকী, কালও খেলা শেষ হয়ে যেতে পারে। প্রথম ইনিংসে লিড পাওয়ায় অবশ্যই সুবিধাজনক জায়গায় ভারত। গতবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় দল। এবারও যদি বিরাটরা সিরিজ জিতে দেশে ফিরতে পারেন, তাহলে তাঁরা অবিস্মরণীয় নজির গড়বেন। তাঁদের আগে কোনও ভারতীয় দল অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি। ফলে ইতিমধ্যেই ইতিহাসে নাম খোদাই করেছেন বিরাট। এবার অবশ্য তিনি প্রথম টেস্টের পরেই ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন। দলকে জেতানোর দায়িত্ব দলের বাকিদের উপর বর্তাবে।