সিডনি: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ। এই সিরিজে একমাত্র এই টেস্টেই খেলবেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তারপরেই তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন। তবে একটি টেস্টে খেললেও, ভারতের অধিনায়ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া শিবির। তাঁকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানোই লক্ষ্য। আজ এমনই জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।


ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গার বলেছেন, ‘বিরাটকে কীভাবে আউট করা সম্ভব, সেটা নিয়েই আমরা আলোচনা করি। ওকে উত্যক্ত করব কি না, সেটা নিয়ে কথা বলি না। সেটা আলোচনার বিষয়ই নয়। বিরাট অসাধারণ ক্রিকেটার এবং একইসঙ্গে দুর্দান্ত অধিনায়ক। ওর বিরুদ্ধে ভাল বোলিং করে আউট করাই আমাদের লক্ষ্য। আবেগ নিয়ে খেলা আমাদের উদ্দেশ্য নয়। বিরাটের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে। অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানি। তাই ওকে আউট করার পরিকল্পনা করছি আমরা।’

বিরাট সম্পর্কে ল্যাঙ্গার আরও বলেছেন, ‘বিরাটকে আউট করার জন্য আমরা যে পরিকল্পনা করেছি, সেটা খেলার সময় কাজে লাগাতে হবে। আশা করি বিরাটের রান করা আটকাতে পারব। যদি সেটা করতে পারি, তাহলে দিনের শেষে সেটাই ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আমরা বিরাটের ব্যাটিং অনেকবার দেখেছি, একইভাবে ও আমাদের খেলা দেখেছে। আশা করি দুর্দান্ত লড়াই হবে।’

এই সিরিজে দু’দলের সিমারদের সঙ্গে ব্যাটসম্যানদের লড়াই অন্যতম আকর্ষণ হতে চলেছে বলেও মনে করছেন ল্যাঙ্গার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিরাট কোহলির বিরুদ্ধে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন বা নাথান লিয়নের বোলিং ক্রিকেটপ্রেমীদের কাছে দেখার মতো বিষয় হবে। একইভাবে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি যখন আমাদের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করবে, সেটাও অত্যন্ত আকর্ষণীয় হবে। বৃহস্পতিবার থেকে দারুণ লড়াই শুরু হবে।’

এই সিরিজে সিমার ও ব্যাটসম্যানদের পাশাপাশি স্পিনারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত অস্ট্রেলিয়ার কোচের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘রবিচন্দ্রন অশ্বিন ও নাথান লিয়ন দু’জনেই বিশ্বমানের অফস্পিনার। ভারতের কথা বলতে পারব না, তবে লায়ন আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও ১০০-তম টেস্ট ম্যাচ খেলতে চলেছে। বর্তমান ভারতীয় দলের উপর ওর প্রভাব কতটা, সেটা আমরা জানি। আমাদের দলের অন্য কোনও খেলোয়াড়ের চেয়ে ও ভারতীয় দলের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশিবার আউট করেছে। আমাদের দলে ওকে পাওয়া সৌভাগ্যের ব্যাপার।’