Ind vs Aus 2nd Test: শূন্য! ভারতের বিরুদ্ধে প্রথমবার এই লজ্জা হজম করতে হল স্মিথকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Dec 2020 09:53 AM (IST)
ভারতের বিরুদ্ধে তাঁর অনবদ্য রেকর্ড। অনেক ম্যাচেই তাঁর ব্যাটের শাসনে নাস্তনাবুদ হয়েছেন ভারতীয় বোলাররা। সেই স্টিভ স্মিথই এবার লজ্জার মুখে পড়লেন। ভারতের বিরুদ্ধে প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে তাঁর অনবদ্য রেকর্ড। অনেক ম্যাচেই তাঁর ব্যাটের শাসনে নাস্তনাবুদ হয়েছেন ভারতীয় বোলাররা। সেই স্টিভ স্মিথই এবার লজ্জার মুখে পড়লেন। ভারতের বিরুদ্ধে প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। চার নম্বরে ব্যাট করতে নেমে ৮ বল খেলে কোনও রান করার আগেই ফিরে যান স্মিথ। অফস্পিনার আর অশ্বিনের বলে লেগ স্লিপে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হন স্মিথ। ভারতের বিরুদ্ধে এর আগে কখনও শূন্য রানে আউট হননি স্মিথ। পাশাপাশি আরও একটি লজ্জা এড়াতে পারলেন না স্মিথ। এই প্রথম কোনও টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেন তিনি। মেলবোর্নে স্মিথের ব্যাটিং রেকর্ড অনবদ্য। এই মাঠে টেস্টে প্রতি ইনিংসে তাঁর ব্যাটিং গড় ১১৩.৫। মেলবোর্নে শেষ পাঁচটি টেস্টে ৪টি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি রয়েছে স্মিথের। তাঁর বিরুদ্ধে স্পিনার অশ্বিনকে দিয়ে আক্রমণ সাজান বিরাট কোহলির পরিবর্তে এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া অজিঙ্ক রাহানে। তিনি স্লিপ, গালি, লেগ স্লিপ-সহ ক্লোজ ইন ফিল্ডারদের কর্ডন তৈরি করে রেখেছিলেন। সেই ফাঁদেই পা দিলেন স্মিথ। এর আগে অ্যাডিলেডে প্রথম টেস্টেও মাত্র ১ রানে স্মিথকে ফিরিয়েছিলেন অশ্বিন। এদিন তাঁর বল মিডল স্টাম্পে পড়ে স্মিথের শরীরের দিকে ধেয়ে যাচ্ছিল। স্কোয়্যারে ঠেলতে গিয়েছিলেন স্মিথ। তাঁর ব্যাটের কানা লেগে বল জমা পড়ে লেগ স্লিপে দাঁড়ানো পূজারার হাতে। স্মিথকে ফিরিয়ে আনন্দে উত্তেজিত হয়ে পড়েন অশ্বিন। যেটা তাঁকে করতে প্রায় দেখাই যায় না, সেরকমই উৎসব করতে করতে প্রায় বাউন্ডারি লাইন পর্যন্ত দৌড়ে যান। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। মেলবোর্নে প্রথম দিন চা পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ১৩৬/৫। দুটি করে উইকেট যশপ্রীত বুমরা ও অশ্বিনের। একটি উইকেট পেয়েছেন এই ম্যাচেই টেস্ট অভিষেক হওয়া মহম্মদ সিরাজ।