ব্রিসবেন: গাব্বা ভয়ঙ্কর। এখানে পেস বোলিংয়ের মাধ্যমে বিপক্ষের ব্যাটিং লাইনআপকে ভয় পাইয়ে দেয় অস্ট্রেলিয়া। ‘চিন মিউজিক’ ব্যাটসম্যানদের কোনও সময়ই স্বস্তিতে থাকতে দেয় না। কিন্তু ২০০৩-০৪ মরসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে প্রথম টেস্টে ৬২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিং করতে নেমে ১৪৪ রানের অসাধারণ ইনিংস খেলে গাব্বা নিয়ে প্রচলিত ধারণা ভেঙে চুরমার করে দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সেই ইনিংস ভারতীয় দলের মেজাজই বদলে দিয়েছিল। সেই সিরিজ ড্র করে দেশে ফিরেছিল ভারতীয় দল। সৌরভরা সেই সিরিজ জিততেও পারতেন।
এবার গাব্বায় সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল। আজ ম্যাচের তৃতীয় দিন দল যখন ১৮৬ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা, তখন সৌরভের মতোই দুর্দান্ত লড়াই করলেন দুই তরুণ বোলার ওয়াশিংটন সুন্দর (৬২) ও শার্দুল ঠাকুর (৬৭)। তাঁদের জুটিতে ১২৩ রান যোগ হয়। গাব্বায় সপ্তম উইকেট জুটিতে এটাই ভারতের সর্বোচ্চ রান। ওয়াশিংটন ও শার্দুলের অসাধারণ ইনিংসের সুবাদে ম্যাচে ফিরেছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩৬ রানে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২১। ৫৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। এবার যদি ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের দ্রুত অলআউট করে দিতে পারে ভারত, তাহলে ম্যাচ ও সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল। পরপর দু’বার যদি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারে ভারতীয় দল, তাহলে নতুন ইতিহাস সৃষ্টি হবে। এখনও এই টেস্টের দু’দিন বাকি। ফলে ম্যাচ কোনদিকে যাবে, সেটা এখনই বলা যাচ্ছে না।
চোট-আঘাতে জর্জরিত হওয়া সত্ত্বেও ভারতীয় দল এই সিরিজে যেভাবে লড়াই করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে অনভিজ্ঞ বোলিং লাইনআপের পারফরম্যান্স অসাধারণ। ওয়াশিংটন ও শার্দুলের পাশাপাশি মহম্মদ সিরাজ, টি নটরাজন, নবদীপ সাইনিরা দলকে ভরসা দিচ্ছেন। ব্যাটিংয়ে যদি রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানেরা আরেকটু দায়িত্ববোধের পরিচয় দিতে পারেন, তাহলে ভারতীয় দল জয় পেতেই পারে।
এই সিরিজের প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্ট জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় ভারত। এরপর সিডনিতে তৃতীয় টেস্টে কোণঠাসা হয়ে পড়লেও, শেষ দিন রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারীর অবিশ্বাস্য লড়াইয়ের সুবাদে ড্র করে ভারত। এবার সিরিজের শেষ টেস্টেও ভারতীয় ক্রিকেটারদের এরকমই লড়াই করতে হবে।
India vs Australia, Brisbane Test: তৃতীয় দিনের শেষে ৫৪ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, লড়াই চালাচ্ছে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jan 2021 02:47 PM (IST)
India vs Australia, Test Series: গাব্বায় অসামান্য লড়াই শার্দুল-ওয়াশিংটনের।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -