সাইনির পরিবর্তে ফিল্ডার হিসেবে মাঠে নামেন পৃথ্বী শ। কাজেই ভারতীয় দলের সমর্থকরা আশা করছিলেন যে, ফিল্ডার হিসেবে নভদীপ সাইনির পরিবর্ত হিসেবে প্রয়োজনীয় দায়িত্বভার গ্রহণ করবেন। কিন্তু মাঠে নেমে তাঁর একটি ফিল্ডিং অনুরাগীদের সমালোচনার মুখে পড়ল। মাঠে দ্রুত বল কুড়িয়ে উইকেট লক্ষ্য করে ছুঁড়তে গিয়ে সামনে দাঁড়ানো রোহিত শর্মার গায়ে মেরে বসলেন তিনি। এর ফলে রোহিতও চোটগ্রস্তদের তালিকায় যোগ দিতে পারতেন।৫৩ তম মার্নাস লাবুশানেকে ওয়াশিংটন সুন্দর বল করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে।
ওভারের দ্বিতীয় বল লাবুশানে স্কোয়ার লেগে খেলে একটি রান নিতে দৌড়ন। পৃথ্বী শ ছুটে এসে বলটি এক হাতে তুলে নিয়ে নন-স্ট্রাইকিং প্রান্তে ছোঁড়ার চেষ্টা করেন। কিন্তু কোনও কারণে তিনি সামনে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মাকে দেখতে পাননি।
যাই হোক, রোহিত শর্মার তেমন কিছু আঘাত লাগেনি। পুরো ঘটনায় ধারাভাষ্যকাররাও রসিকতা করেন। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে মিম। নেটিজেনরা পৃথ্বী শ-কে বেশ ট্রোল করেছেন।
প্রথম দুটি টেস্টে ওপেনার হিসেবে খেলতে নেমে একেবারেই সুবিধা করতে পারেননি পৃথ্বী। অফ ফর্মে দেখিয়েছে তাঁকে।
গাব্বায় শুক্রবার থেকে শুরু হওয়া চতুর্থ টেস্টে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
শুরুতেই দুই অজি ওপেনারকে ফিরিয়ে দিয়ে ম্যাচের প্রথম ঘণ্টায় দাপট দেখায় ভারতের অনভিজ্ঞ বোলিং লাইনআপ। ১ রানেই বিপজ্জনক ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। শার্দুল ঠাকুর ফেরান মার্কাস হ্যারিসকে।এরপর স্টিভ স্মিথকে আউট করে টেস্ট ক্রিকেট কেরিয়ারে তাঁর প্রথম উইকেট সংগ্রহ করেন ওয়াশিংটন সুন্দর। ম্যাথু ওয়েডকে ফেরান নটরাজন। এটি তাঁর প্রথম টেস্ট উইকেট। সেঞ্চুরি করে নটরাজনের বলেই আউট হন লাবুশানে। ২১৩ রানে তাদের পঞ্চম উইকেট পড়ে। দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২৭৪।ক্যামেরন গ্রিন ২৮ ও টিম পেইন ৩৮ রানে ক্রিজে রয়েছেন।