ব্রিসবেন: স্লেজিংও যে কত মজার হতে পারে, তা দেখিয়ে দিলেন ঋষভ পন্থ। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের মনঃসংযোগ নষ্ট করতে দিল্লির ক্রিকেটার উইকেটকিপিং করার ফাঁকে গেয়ে উঠলেন, 'স্পাইডারম্যান, স্পাইডারম্যান, তুনে চুরায়া মেরা দিল কী চয়ন'। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। অনেকেই ঋষভের হাস্যরসের প্রশংসা করলেন।




ভারত-অস্ট্রেলিয়া চলতি টেস্ট সিরিজে উইকেটের পিছনে মজাদার মন্তব্য বা শব্দ করতে শোনা যাচ্ছে ঋষভকে। এমনিতেই দিল্লির ক্রিকেটার ছটফটে বলে পরিচিত ভারতীয় ক্রিকেটমহলে। তিনি মাঠে থাকা মানে কিছু না কিছু করবেন। সে প্রতিপক্ষের সঙ্গে মজা করা হোক বা সতীর্থদের সঙ্গে তামাশা। এবার গান গেয়ে শিরোনামে পন্থ। ঠিক কী হয়েছিল সোমবার?

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তখন ব্যাট করছেন টিম পেইন ও ক্যামেরন গ্রিন। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে, ঋষভ পন্থ গাইছেন, 'স্পাইডারম্যান, স্পাইডারম্যান, তুনে চুরায়া মেরা দিল কী চয়ন'। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মজায় মেতে ওঠেন।

ঋষভ পন্থ সব সময়েই ভয়ানক ব্যস্ত থাকেন। হয় তিনি ব্যাট দিয়ে মাঠের সর্বত্র বল পেটাচ্ছেন বা উইকেট কিপিংয়ে ব্যস্ত, স্টাম্পের পিছন থেকে বিকট সব শব্দ করে ব্যাটসম্যানকে ব্যতিব্যস্ত করে তুলছেন। তা না হলে নজর কেড়ে নেয় তাঁর সানগ্লাস। চলতি ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে শেন ওয়ার্ন আর কেরি ওকিফে ব্যস্ত হয়ে পড়েন তাঁর সানগ্লাস নিয়ে। তাঁর চোখের ব্রাইট ফ্লুরোসেন্ট হলুদ নীল শেডের সানগ্লাস তাঁদের মতে একেবারে সোজা পেট্রোল সার্ভিস স্টেশন থেকে বেরিয়ে এসেছে। ওয়ার্ন ওকিফেকে জিজ্ঞেস করেন, ঋষভ পন্থের সানগ্লাস দেখে তোমার কী মনে হচ্ছে? সোজা সার্ভিস স্টেশন থেকে বেরিয়ে এসেছে, তাই না? জবাবে ওকিফে বলে ওঠেন, এই রোদ চশমা চোখে লাগিয়ে ঝালাইয়ের কাজ করা যেতে পারে। এবার ওয়ার্ন টেনে আনেন শিখর ধবনের প্রসঙ্গ। তিনি বলেন, ধবনের সানগ্লাস দেখে পুরনো সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল, সানগ্লাসের কাচ পরিষ্কার করতে বোধহয় উইন্ডস্ক্রিন ওয়াইপার ব্যবহার করা হয়।

এবার ধবন যেন মজার ছলে পাল্টা ফিরিয়ে দিলেন প্রতিপক্ষ শিবিরে!