নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ভারতের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই হরভজন সিংহ ভবিষ্যত্ বাণী করেছিলেন, ভারত ৪-০ তে সিরিজ জিতবে। ভারতের এই অফ স্পিনার বলেছিলেন, স্টিভ স্মিথের দল যদি খুব ভালো খেলে তাহলেও ভারত ৩-০-তে জিতবে সিরিজ। ভাজ্জি ভারত সফরে আসা এই অস্ট্রেলিয়া দলকে সবচেয়ে দুর্বল তকমাও দিয়েছিলেন। তবে শুধু ভাজ্জিই নয়, অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ভাজ্জির মতোই পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই লজ্জাজনকভাবে হেরেছে ভারত।
ম্যাচের পরই ভাজ্জি টিম অস্ট্রেলিয়ার প্রশংসা করেছেন। তিনি স্মিথ ও অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্সের প্রশংসা করেন।
কিন্তু এরপরও ভাজ্জির আগের বক্তব্য তুলে ধরে খোঁচা দিতে কসুর করেননি অস্ট্রেলিয়া দলের ওপেনার ডেভিড ওয়ার্নার। এজন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা ভাজ্জির পূর্বাভাস সংক্রান্ত খবরটি রিট্যুইট করেছেন ওয়ার্নার।