নয়াদিল্লি: ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট মানেই মাঠের মধ্যে ঠাসা উত্তেজনা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে আবেগের বশে অনেক সময়ই বচসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে দুই দলের ক্রিকেটারদের। বিপক্ষকে মাঠে চাপে রাখার জন্য সব ধরনের কৌশলই নেয় অসি ব্রিগেড। পিছিয়ে নেই বিরাট কোহলির দলও। তাঁরা ইঁটের বদলে পাটকেল নীতি মেনে চলেন। তাই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঠোকাঠুকি লেগে যাওয়াটা নতুন কিছু নয়। চলতি সিরিজের তৃতীয় একদিনের ম্যাচেও এমনটাই ঘটেছে।অসি পেসার প্যাট কামিন্স ভারতের ব্যাটসম্যান হার্দিক পান্ড্যকে প্ররোচিত করার চেষ্টা করেন। ভারতের ইনিংসের ২৮ তম ওভারে ঘটনাটি ঘটে। হার্দিক কামিন্সের একটি বল ফ্লিক করে এক রান নেন। বোলিং মার্কে ফিরে যাওয়ার সময় কামিন্স হার্দিককে স্লেজ করেন। কিন্তু হার্দিকও হাসি মুখে পাল্টা কিছু একটা বলেন। এরপর দুজনের মধ্যে কিছু বাক্য বিনিময় হয়। আম্পায়ার এগিয়ে এসে দুজনকে নিরস্ত করার চেষ্টা করেন।





এরপর কোহলি থার্ড ম্যান অঞ্চলে একটা সিঙ্গল নেন। স্ট্রাইকিং প্রান্তে যান হার্দিক। বরোদার ক্রিকেটার কামিন্সের স্লেজিংয়ের জবাব দিতে আদৌ বড় শট খেলার চেষ্টা করলেন না। মাথা ঠাণ্ডা রেখে লং অফে বল পাঠিয়ে এক রান নেন। কামিন্স চাইছিলেন, রেগে গিয়ে বড় শট খেলুন হার্দিক। কিন্তু সেই ফাঁদে পা দিলেন না বরোদার অলরাউন্ডার।