নভলদীপ সিং নামে এক ভক্ত তাঁর টুইটার অ্যাকাউন্টে খোঁজ দিয়েছেন গোটা ঘটনার। তিনি তাঁর ঠিক পাশের টেবিলে এসে রোহিত শর্মা, শুভমান গিল, নভদীপ সাইনির লাঞ্চে বসার ভিডিও পোস্ট করেন তিনি। তারপর বেশ কয়েকটি টুইটে তারপরের গোটা ঘটনাক্রমেরও বিবরণ শুনিয়েছেন তিনি।
ভারতীয় ক্রিকেটের সুপারস্টারদের পাশের টেবিলে দেখতে পেয়ে নভলদীপ ও তাঁর স্ত্রী রেস্তোরাঁ ছাড়ার বদলে নতুন করে কিছু খাবার অর্ডার দিয়ে বসে যান। ক্রিকেট-ধর্মের ঈশ্বরদের হাতের নাগালে পেয়ে বেশ কিছুক্ষণ তাদের দেখায় ব্যস্ত থাকেন। কিছুটা পর নিজে থেকেই উদ্যোগ নিয়ে মিটিয়ে দেন ভারতীয় ক্রিকেটারদের খাবার টাকাও।
বিলের ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে চিকেন ও ডায়েট কোক মিলিয়ে অস্ট্রেলিয় মুদ্রায় ১১৮.৬৯ ডলার বিল হয়েছে। ভারতীয় মুদ্রায় যা ৬৬৮৩ টাকা। ভারতীয় ক্রিকেটাররা ভক্তের বিল মেটানোর কথা জানতে পেরে তাঁকে টাকা নেওয়ার কথা বললেও মোটেই রাজি হননি নভলদীপ।
ঋষভ পন্থ নাকি তাঁকে মশকরা করে বলেন, টাকা না নিলে কিন্তু তাঁর সঙ্গে ছবি তুলবেন না তারা। যদিও তাতেও গলানো যায়নি ভক্তকে। যদিও তাঁকে হতাশ না করে ক্রিকেটাররা ছবি তোলেন বলেই জানান তিনি। তার পরে ভক্তের সামনেই তাঁর স্ত্রী-র উদ্দেশ্যে ঋষভ বলেন, ভাবিজি ধন্যবাদ আমাদের লাঞ্চ করানোর জন্য।
অ্যাডিলেডে দিন-রাতের প্রথম টেস্টে বাজেভাবে হেরে গেলেও মেলবোর্নে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আজিঙ্কা রাহানের নেতৃত্বে চার টেস্টের সিরিজে সমতা ফিরিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি ফের ধরে রাখার মতো জায়গায় পৌঁছে গিয়েছেন। ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। বিরাট কোহলি প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এলেও দ্বিতীয় টেস্টের পরই দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা।