মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সমতা ফিরিয়ে আনার লক্ষ্যে লড়াই চালাচ্ছে ভারতীয় দল। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের শেষে দুর্দান্ত জায়গায় অজিঙ্কা রাহানেরা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। হাতে আর চার উইকেট। ক্রিজে ক্যামেরন গ্রিন (১৭) ও প্যাট কামিন্স (১৫)। আগামীকাল ভারতীয় দল দ্রুত অস্ট্রেলিয়ার বাকি চারটি উইকেট তুলে নিতে পারলেই সিরিজে সমতা ফিরিয়ে আনার সুবর্ণ সুযোগ থাকছে।


গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৭৭/৫। রাহানে ১০৪ ও রবীন্দ্র জাডেজা ৪০ রানে অপরাজিত ছিলেন। আজ ৩২৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। রাহানে ১১২ করার পর রানআউট হয়ে যান। জাডেজা করেন ৫৭ রান। রবিচন্দ্রন অশ্বিন করেন ১৪ রান। উমেশ যাদব করেন ৯ রান। জসপ্রীত বুমরাহ কোনও রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ও নাথান লিয়ন তিনটি করে এবং প্যাট কামিন্স দু’টি ও জশ হ্যাজেলউড একটি উইকেট নেন।

প্রথম ইনিংসে ১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই জো বার্নসের (৪) উইকেট হারায়। দলের ৪২ রানের মাথায় ফিরে যান মার্নাস লাবুশেন (২৮)। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দুই অঙ্কের রান পেলেন না স্টিভ স্মিথ (৮)। ম্যাথু ওয়েড করেন ৪০ রান। অধিনায়ক টিম পেইন মাত্র এক রান করেই ফিরে যান। ট্রেভিস হেড করেন ১৭ রান। ভারতের হয়ে জোড়া উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন বুমরাহ, উমেশ, মহম্মদ সিরাজ ও অশ্বিন।

দিনের শেষে এই সিরিজের বাকি টেস্টগুলিতে ভারতীয় দলের অধিনায়ক রাহানে বলেছেন, ‘সহজাত প্রবৃত্তি অনুযায়ী খেলাই অধিনায়কত্বের মূল বিষয়। মন যা বলছে, সেই অনুযায়ী কাজ করা জরুরি। বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ওরা ঠিক জায়গায় বল রেখে গিয়েছে। আমার এই ইনিংস সত্যিই স্পেশাল। শতরান করা সবসময়ই আলাদা গুরুত্ব পায়। তবে আমার এখনও মনে হয়, ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে যে শতরান করেছিলাম, সেটাই আমার সেরা ইনিংস। এই ম্যাচ এখনও শেষ হয়ে যায়নি। আমাদের আরও চারটি উইকেট নিতে হবে।’

আজ রানআউট হওয়া প্রসঙ্গে রাহানে বলেছেন, ‘প্রথমে আমার মনে হয়েছিল, ঠিক সময়ে ক্রিজে ঢুকে গিয়েছি।  জাডেজাকে বলি, আমার রানআউট হওয়া নিয়ে ভাবতে হবে না। তুমি ভালভাবে ব্যাটিং করে যাও।’