গোয়ালিয়র: চলতি একদিনের সিরিজে ভারতীয় স্পিনারদের খেলতে হিমশিম খাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। এবার অনুশীলনে স্পিন বোলারদের সঙ্গে যোগ দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচটি জিতে সিরিজ পকেটে পুরে ফেলতে চাইছে ভারত। তার আগে দলের অনুশীলনে স্পিন বোলারের ভূমিকায় দেখা গেল মাহিকে। কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহলদের সঙ্গে নেটে তিনিও স্পিন বোলিং করলেন। ধোনির এই বোলিংয়ের ভিডিও বিসিসিআই ট্যুইটারে পোস্ট করেছে। সেই ভিডিও সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে, ভারতীয় দল ও ধোনির অনুরাগীদের  ভিডিওটি দারুন পছন্দ হয়েছে। কেউ কেউ তো আবার পরের একদিনের ম্যাচে ধোনিকে বোলিং করতে দেওয়ার কথাও বলেছেন। অনুশীলনে এর আগেও বোলারের ভূমিকায় দেখা গিয়েছে। সাধারণত মিডিয়াম পেস করেন তিনি। একদিনের ক্রিকেটে তাঁর উইকেটেও রয়েছে। ২০১১-র ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে প্রায় একটা উইকেট নিয়েই ফেলেছিলেন তিনি। কিন্তু ব্যাটসম্যান কেভিন পিটারসেন রিভিউ চাওয়ায় সে যাত্রায় উইকেট-প্রাপ্তি ঘটেনি মাহির।