সিডনি: প্রথম ম্যাচ ৬৬ রানে হেরে যাওয়ার পর আগামীকাল, রবিবার ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ বাঁচিয়ে রাখতে জিততেই হবে বিরাট কোহলিদের। দ্বিতীয় ম্যাচে কেমন হবে দুই দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক।
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছিল ভারত। তবে সেই সিরিজে খেলেননি অস্ট্রেলীয় ব্যাটিংয়ের প্রধান দুই স্তম্ভ – ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এই সিরিজে তাঁরা খেলছেন। আর শুক্রবার প্রথম ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন স্মিথ। অন্যদিকে, অজি বোলিংয়ের সেরা তিন অস্ত্র – মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স ২০১৯ সালের সিরিজ খেলেননি। তাই এবারের অস্ট্রেলিয়া দল অনেক বেশি শক্তিশালী।
ভারতীয় দলও আগেরবারের চেয়ে অনেকটাই আলাদা। রোহিত শর্মা নেই। ভুবনেশ্বর কুমার নেই। দুজনই আগেরবার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। পাশাপাশি বিরাট কোহলিকে সমস্যায় ফেলছে হার্দিক পাণ্ড্যর বল করতে না পারা। পিঠের অস্ত্রোপচারের পর এখনও বোলিং শুরু করেননি হার্দিক। পেসার-অলরাউন্ডারের অভাব ভোগাচ্ছে ভারতীয় শিবিরকে।
আগের ম্যাচে পেশিতে চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। তাঁর পরিবর্তে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন সন অ্যাবট ও ক্যামেরন গ্রিনের মধ্যে কোনও একজন। ভারতীয় দলে বড় বদলের সম্ভাবনা নেই। তবে যুজবেন্দ্র চাহালের জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। প্রথম ম্যাচে মার খেয়ে যাওয়া নবদীপ সাইনির পরিবর্তে টি নটরাজনকে খেলানোর দাবিও তুলছেন কেউ কেউ। তবে চাহাল ও নবদীপ, দুজনই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কোহলির নেতৃত্বে খেলেন এবং অধিনায়কের বেশ আস্থাভাজনও। তাই তাঁদের ওপর ভরসা রাখতে পারেন বিরাট।
সম্ভাব্য একাদশ
ভারত
শিখর ধবন
ময়ঙ্ক অগ্রবাল
বিরাট কোহলি (অধিনায়ক)
শ্রেয়স আইয়ার
কে এল রাহুল
হার্দিক পাণ্ড্য
রবীন্দ্র জাডেজা
নবদীপ সাইনি
যশপ্রীত বুমরা
মহম্মদ শামি
যুজবেন্দ্র চাহাল
অস্ট্রেলিয়া
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক)
ডেভিড ওয়ার্নার
স্টিভ স্মিথ
মার্নাশ লাবুশানে
অ্যালেক্স ক্যারি
গ্লেন ম্যাক্সওয়েল
অ্যাডাম জাম্পা
ক্যামেরন গ্রিন/সন অ্যাবট
মিচেল স্টার্ক
প্যাট কামিন্স
জশ হ্যাজলউড
India vs Australia, 2nd ODI Predictions: সিরিজ বাঁচানোর লড়াই কোহলিদের, কাল কি চাহালের পরিবর্তে কুলদীপ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2020 07:43 PM (IST)
প্রথম ম্যাচ ৬৬ রানে হেরে যাওয়ার পর আগামীকাল, রবিবার ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ বাঁচিয়ে রাখতে জিততেই হবে বিরাট কোহলিদের। দ্বিতীয় ম্যাচে কেমন হবে দুই দলের প্রথম একাদশ, আসুন দেখে নেওয়া যাক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -