ধর্মশালা: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিরিজে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চাপানউতোর চলছেই। এরইমধ্যে ধর্মশালায় চলতি শেষ টেস্টের তৃতীয় দিনে হারের মুখে দাঁড়িয়ে মেজাজ হারালেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ! ক্যামেরায় ড্রেসিংরুমে বসা অসি অধিনায়কের যে ছবি ধরা পড়েছে, তাতে  তিনি মুরলী বিজয়কে গালাগালি দিয়ে ‘প্রতারক’ বলছেন বলে অভিযোগ।!ঘটনার শুরু একটি ক্যাচ নিয়ে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তখন শেষ জুটি হিসেবে ম্যাথু ওয়েডের সঙ্গে ব্যাটিং করছিলেন জোশ হ্যাজেলউড।

হ্যাজেলউড ক্যাচ তোলেন। ক্লোজ-ইন সার্কেলে ক্যাচটি ধরেন বিজয়। আম্পায়ার ইয়ান গোল্ড আউট দেন। অসি ইনিংস শেষ হয়েছে ভেবে ব্যাটিং করতে নামার জন্য ড্রেসিংরুমের দিকে দৌড়তে শুরু করেন বিজয়। কিন্তু তৃতীয় আম্পায়ার হ্যাজেলউডকে নট আউট ঘোষণা করেন। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে, বল বিজয়ের হাতে আসার আগে মাটিতে পড়েছে।

ওই সময় অসি ড্রেসিংরুমের যে ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে স্মিথকে বিজয়কে লক্ষ্য করে গালিগালাজ করতে দেখা যাচ্ছে বলে মনে করা হচ্ছে।