সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে চাপে ভারতীয় দল। দিনের শেষে ১৯৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ক্রিজে স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল যদি আগামীকাল দ্রুত স্মিথদের প্যাভিলিয়নে না ফেরাতে পারে, তাহলে এই ম্যাচে জয় পাওয়া কঠিন হয়ে যাবে।


সিরিজের প্রথম ম্যাচে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচ জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারতীয় দল। ফলে তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে গেলে এই ম্যাচে কোনওভাবেই হারা চলবে না অজিঙ্কা রাহানে, রোহিত শর্মাদের। কিন্তু সিডনিতে আপাতত চাপে ভারত।

এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩১ রান করেন স্মিথ। ৯১ রান করেন লাবুশেন। ভারতীয় দলের হয়ে ৪ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। জোড়া উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও নবদীপ সাইনি। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।

জবাবে আজ প্রথম ইনিংসে ভারতীয় দল ২৪৪ রানে অলআউট হয়ে যায়। অর্ধশতরান করেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। দু’জনেই ৫০ রান করেন। রোহিত শর্মা ২৬, রাহানে ২২, হনুমা বিহারী ৪, ঋষভ পন্থ ৩৬, জাডেজা অপরাজিত ২৮, রবিচন্দ্রন অশ্বিন ১০, নবদীপ ৩, বুমরাহ ০ ও সিরাজ ৬ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন প্যাট কামিন্স। ২ উইকেট নেন জশ হ্যাজেলউড এবং একটি উইকেট নেন মিচেল স্টার্ক।

আজ ভারতের হয়ে দিনের শুরুটা করেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান পূজারা ও রাহানে। তাঁরা দু’জনেই সতর্কভাবে ব্যাটিং করছিলেন। বিশেষ করে রাহানে মন্থর ব্যাটিং করছিলেন। তাঁকে ফেরান কামিন্স। বিহারী ৩৮ বল খেলে ৪ রান করার পর রানআউট হয়ে যান। পন্থকে ফেরান হ্যাজেলউড। পূজারা ১৭৬ বল খেলে ৫০ রান করার পরেই কামিন্সের বলে টিম পেইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। অশ্বিন ও বুমরাহ রানআউট হয়ে যান। নবদীপকে ফেরান স্টার্ক। সিরাজকে আউট করে ভারতীয় ইনিংস শেষ করে দেন কামিন্স।

এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইল পাকভস্কির (১০) উইকেট তুলে নেয় ভারতীয় দল। অপর ওপেনার ডেভিড ওয়ার্নারও (১৩) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। সিরাজ ও অশ্বিন একটি করে উইকেট নেন। কিন্তু এরপর দিনের বাকি সময়টায় আর উইকেট নিতে পারেনি ভারতীয় দল।

পন্থ চোট পাওয়ায় এদিন উইকেটকিপারের ভূমিকা পালন করেন বাংলার ঋদ্ধিমান সাহা। তিনি সিরাজের বলে পাকভস্কির ক্যাচ নেন।