সিডনি: একে প্রথম ইনিংসে ৯৪ রানে পিছিয়ে, তার উপর দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার চোট। সবমিলিয়ে সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে প্রবল চাপে ভারতীয় দল। জাডেজার বাঁ হাতের বুড়ো আঙুলের হাড় সরে গিয়েছে এবং ভেঙে গিয়েছে। ফলে তাঁর পক্ষে এই টেস্টের বাকি দু’দিন এবং এই সিরিজের চতুর্থ টেস্টেও খেলা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জাডেজাকে। ফলে তাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে সমস্যায় ভারতীয় দল।


ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, জাডেজার চোট পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসক। তবে সৌরাষ্ট্রের এই অলরাউন্ডারের পক্ষে খুব তাড়াতাড়ি মাঠে ফেরা কঠিন। তাঁর চোট সারানোর জন্য অস্ত্রোপচার করতে হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকই। তারপরেই বোঝা যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে জাডেজাকে পাওয়া যাবে কি না।

আজ ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের একটি বল জাডেজার গ্লাভসে লাগে। তখনই চোট পান তিনি। ২৮ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময় আর ফিল্ডিং করতে নামেননি। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, চোটের ধরন পরীক্ষা করার জন্য জাডেজাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই বড় চোটের কথা জানা যায়।

শুধু জাডেজাই নন, ভারতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার চোটের কবলে পড়েছেন। আজই চোট পান উইকেটকিপার ঋষভ পন্থ। তাঁর বদলে কিপিং করেন বাংলার ঋদ্ধিমান সাহা। এছাড়া চোট পেয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদব ও কে এল রাহুল। প্রথম টেস্টে কবজিতে চোট পান শামি। দ্বিতীয় টেস্টে চোট পান উমেশ। সিডনি টেস্টের আগে অনুশীলনের সময় চোট পান রাহুল। তিনি এই সিরিজের বাইরে চলে গিয়েছেন।

সংবাদসংস্থা পিটিআই-কে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘রবীন্দ্র জাডেজার বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে এবং হাড় সরে গিয়েছে। ওর পক্ষে গ্লাভস পরে ব্যাটিং করতে নামা কঠিন। ওকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। পন্থের কনুইয়ের চোট অবশ্য গুরুতর নয়। ওর স্ক্যান করা হয়েছে।’

সিডনি টেস্টের তৃতীয় দিন ৩৬ রান করেন পন্থ। প্যাট কামিন্সের বলে পুল করতে গিয়ে চোট পান তিনি।