সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ ২-১ ফলে বিরাট বাহিনীর জিতে নেওয়ার পিছনে বড় অবদান কার? ক্রিকেট মহলে বলা হচ্ছে তামিলনাড়ুর বাঁ হাতি পেসার টি নটরাজনের কথা। ক্যানবেরায় ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় একদিনের ম্য়াচে অভিষেক হওয়া নটরাজন চমকে দিয়েছেন আবির্ভাবেই। সেই থেকে সব মিলিয়ে চার ম্যাচে আটটি উইকেট ঝুলিতে পুরে হিরো নটরাজন। প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। নানা মহল থেকে সুখ্যাতি হচ্ছে। তবে বোধহয় সবচেয়ে সেরা সার্টিফিকেটটা তিনি পেলেন অল রাউন্ডার হার্দিক পাণ্ড্যের কাছ থেকে। ম্যান অব দি সিরিজ হার্দিক ম্যাচের শেষে নিজের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে নটরাজনের সঙ্গে নিজের ছবি দিয়ে শেয়ার করা পোস্টে অস্ট্রেলিয়ার কঠিন, প্রতিকূল পরিবেশে তাঁকে অসাধারণ আখ্যা দিয়েছেন। লিখেছেন, নটরাজন, তুমি তে এই সিরিজে অনবদ্য ছিলে। ভারতের হয়ে আবির্ভাবেই কঠিন পরিবেশে তুমি যে দারুণ পারফর্ম করলে, সেটাই তোমার প্রতিভা, কঠিন পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছে। আমার তরফ থেকে ম্যান অব দি সিরিজটা তোমারই প্রাপ্য, ভাই। এই জয়ের জন্য টিম ইন্ডিয়াকেও অভিনন্দন।
ছবিতে দেখা গিয়েছে, নিজের ম্যান অফ দ্য সিরিজের ট্রফি হার্দিক তুলে দিয়েছেন নটরাজনের হাতে।
হার্দিক আরও বলেছেন, অন্য়দের স্বপ্ন পূরণে সাহায্য করায় তিনি প্রবল ভাবে বিশ্বাস করেন এবং তাঁর কাছে তরুণ খেলোয়াড় সত্যিই এই খেতাবের দাবিদার। আমি চাই, লোকে নিজের ওপর ভরসা রাখুক, পরিস্থিতি প্রতিকূল হলেও যে কোনও লক্ষ্য পূরণে এগিয়ে যাক। আমি এভাবেই বছরভর তার কঠিন পরিশ্রমকে বাহবা দিতে চাই। নটরাজনের সত্যিই ম্যান অব দি সিরিজ খেতাব প্রাপ্য। আবির্ভাবেই ও দারুণ।
গত চারটি ম্যাচে পারফরম্যান্সের জন্য নটরাজনের প্রশংসা করেছেন খোদ অধিনায়ক বিরাট কোহলি। এমনকি পরের বছর দেশের মাটিতে টি ২০ বিশ্বকাপে দলেও তামিলনাড়ুর পেসারকে অন্তর্ভূক্ত করারও ইঙ্গিত মিলেছে কোহলির কথায়। তিনি বলেছেন, ওকে বেশ সংযমী মনে হচ্ছে। একইসঙ্গে কঠোর পরিশ্রম করতেও পিছপা নয়। আর বিনয়ীও। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। বাঁহাতি বোলার সবসময়ই সম্পদ। আর ও যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে তা আমাদের পক্ষে দারুণ ব্যাপার হবে। বিশেষ করে, আগামী বছর যখন টি ২০ বিশ্বকাপ।