শনিবারের পর ফের রবিবার। সিডনিতে খেলা চলাকালীন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য উড়ে এসেছে মহম্মদ সিরাজের উদ্দেশে। ভারতীয় পেসার তৎক্ষণাৎ ঘটনাটি জানান সতীর্থ ও আম্পায়ারদের। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় খেলা। স্থানীয় পুলিশ প্রশাসন ৬ জন দর্শককে মাঠ থেকে বের করে দেয় ঘটনার জেরে। মিনিট দশেক বন্ধ থাকার পর ফের চালু হয় খেলা।
এরপরই বিরাট কোহলি ট্যুইট করেন। লেখেন, 'বর্ণবিদ্বেষমূলক মন্তব্য একেবারেই মেনে নেওয়া যায় না। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে নিজে এরকম অনেক দুর্ভাগ্যজনক মন্তব্য শুনেছি। রূঢ় ব্য়বহারের চূড়ান্ত পর্যায় এটা। মাঠে এরকম ঘটনা দেখাটা ভীষণই হৃদয়বিদারক।' আরও একটি ট্যুইটে বিরাট লিখেছেন, 'এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত আর দ্রুত পদক্ষেপ করা উচিত। অপরাধীদের কঠোর শাস্তি হলেই সবকিছু ঠিক হয়ে যাবে।' তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। বিরাট তাই সিরিজের মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন। তবে মাঠে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে তিনি যে ক্ষিপ্ত, বুঝিয়ে দিয়েছেন বিরাট।
সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য তাদের দিকে ধেয়ে আসার অভিযোগ করেছিলেন মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ। সরকারিভাবে অভিযোগও দায়ের করে ভারতীয় দল। গোটা ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন ফের একইরকম খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হয় ভারতীয় দের। ঘটনাটি ঘটে চা বিরতির ঠিক আগে। ফাইন লেগে দাঁড়ানো মহম্মদ সিরাজের উদ্দেশ্যে মাঠের রেন্ডউইক স্ট্যান্ড থেকে উড়ে আসে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। যারপরই মাঠে থাকা আম্পায়ার পল রেইফেল ও পল উইলসনকে ঘটনাটি জানান তিনি। দেখা যায় অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে ভারতীয় দলের ক্রিকেটাররা আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। যারপরই আম্পায়ারদের নির্দেশ পেয়ে পুলিশ ওই অংশে অভিযান চালায়। কিছুক্ষণের মধ্যে তারা ছয়জনকে বের করে দেন তারা।