যুবরাজ তো বটেই, আর যে চার ক্রিকেটারের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে এবারের বিশ্বকাপে খেলার!
আজিঙ্কা রাহানে: ভারতের টেস্ট দলের সহ অধিনায়কের কেরিয়ারে এমন একটা সময় ছিল যে, তিনি ভারতীয় দলে ওপেনিং থেকে শুরু করে তিন, চার বা পাঁচ- যে কোনও পজিশনে ব্যাটিং করতেন। কিন্তু ২০১৮-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর দল থেকে বাদ পড়েন তিনি। এর পিছনে কারণটা দ্রুত রান তোলার ব্যর্থতা, কম রান নয়। বর্তমানে একদিনের ক্রিকেটও টি ২০-র ঢঙে খেলা হয়। এজন্যই রাহানে একদিনের ক্রিকেটের দলে জায়গা পাকা করতে পারেননি বলে বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা। ইংল্যান্ডের পরিস্থিতির কথা ভেবে তাঁকে বিশ্বকাপে খেলানো যেতে পারে বলে একটা যুক্তি দেখানো হয়েছিল কোনও কোনও মহলে। কিন্তু এখন তাঁর দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই দল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় তারকা যুবরাজ সিংহকে আর দেশের হয়ে বিশ্বকাপ খেলতে দেখা যাবে না। এছাড়াও সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজাদেরও এবারের বিশ্বকাপে খেলার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী সিরিজ বিশ্বকাপের মহড়া হিসেবেই দেখা হচ্ছে। মনে করা হচ্ছে, এই দলে যাঁরা জায়গা পেয়েছেন, তাঁদেরই আগামী মে মাস থেকে শুরু বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে দেখা যাবে। সেক্ষেত্রে যুবরাজ, রায়নাদের মতো ভারতের বিশ্বকাপ জয়ী ও বিশ্বকাপে খেলা দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে আগামী বিশ্বকাপে দেখা যাবে না।
রবীন্দ্র জাডেজা: দীর্ঘদিন ধরেই একদিনের দলে কখনও বাইরে থেকেছেন, কখনও জায়গা পেয়েছেন জাডেজা। দলে ফিরে বোলিং ও ফিল্ডিংয়ে প্রমাণ দিয়েছেন যে, তাঁর মধ্যে এখনও একদিনের ক্রিকেটে খেলার পুরোদস্তুর ক্ষমতা রয়েছে। কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দল বাছাই করা হয়েছে। এই ১৫ জনের মধ্যে তাঁকে রাখা হয়নি। কারণ হিসেবে বলা হচ্ছে যে, তাঁর থেকে ভালো তরুণ ক্রিকেটার দলে রয়েছেন।
সুরেশ রায়না: এম এস ধোনির অধিনায়কত্বে একটা সময় ভারতীয় মিডল অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন রায়না। ২০১৫-র পর শুধুমাত্র একবার ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৮-তে একদিনের ম্যাচে সিরিজে সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরে বাদ পড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটেও নজরকাড়া পারফর্ম করে জাতীয় দলে ফেরার সম্ভাবনা জোরাল করতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে গত ১০ ইনিংসে তিনি মাত্র চারটি হাফসেঞ্চুরি করেছেন। সেই ইনিংসগুলি লম্বাও ছিল না বা এমন ছিল না যে, দলে তাঁর ফেরার সম্ভাবনা সহজ হয়।
যুবরাজ সিংহ: ২০১১-র বিশ্বকাপজয়ী দলের তারকা খেলোয়াড় যুবরাজ এখন অতীতের ছায়া। চেনা ফর্মে তাঁকে দেখা যায়নি দীর্ঘদিন ধরেই। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে ছিলেন তিনি। কিন্তু তারপর দল থেকে বাদ পড়েন তিনি। এবারের আইপিএলের নিলামে অবিক্রিত থেকে যান তিনি। পরে তাঁকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। গত ১০ টি ঘরোয়া ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ২৭৪ রান। সেইসঙ্গে তাঁর ফিটনেসের সমস্যাও রয়েছে।
আগামী ২৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ শুরু হচ্ছে। তার আগে এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। সিরিজে দুটি টি ২০ এবং পাঁচটি একদিনের ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। বোর্ডের নির্বাচক কমিটি সঙ্কেত দিয়েছে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দল থেকেই বেছে নেওয়া হবে বিশ্বকাপ স্কোয়াড।
আর অশ্বিন: ২০১৫-র বিশ্বকাপে ভারতীয় দলের প্রধান স্পিন বোলার ছিলেন অশ্বিন। কিন্তু এখন সীমিত ওভারের দলে তাঁর আর জায়গা হচ্ছে না। একটা সময় অশ্বিন ও জাডেজা ভারতের প্রধান স্পিন বোলার ছিলেন। কিন্তু কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহলের দুরন্ত বোলিংয়ের ফলে ওই দুজন দলে জায়গা পাচ্ছেন না। অশ্বিন শেষবার ২০১৭-র জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নীল জার্সিতে খেলেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -